সহকারী পরিচালক পদে ফায়ার সার্ভিসের ১৩ কর্মকর্তার পদোন্নতি
আপডেটঃ ৬:২৬ অপরাহ্ণ | জানুয়ারি ১৭, ২০২২
নিউজ ডেস্কঃ
সহকারী পরিচালক পদে পদোন্নতি পেলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধি-দপ্তরের ১৩ জন উপসহকারী পরিচলক ও সমমান পদের কর্মকর্তা।১৭ জানুয়ারি সোমবার সকাল ১১-০০ ঘটিকায় ফায়ার সার্ভিস অধিদপ্তরের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সহকারী পরিচালক পদে পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের র্যাংকব্যাজ পরিয়ে দেন অধি-দপ্তরের মহা-পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাজ্জাদ হোসাইন, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল মহোদয়।পরিচালক ( প্রশাসন ও অর্থ ) জনাব মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই র্যাংক-ব্যাজ পরিধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহা-পরিচালক মহোদয় পদোন্নতি প্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বলেন, পদোন্নতি শুধু মর্যাদা আর র্যাংক বৃদ্ধি করে না, এটির মাধ্যমে দয়িত্বও বৃদ্ধি পায়।আমি আশা করবো,সবাই তাদের বর্ধিত দায়িত্ব সততা ও স্বচ্ছতার সাথে যথাযথ ভাবে প্রতি-পালনের মাধ্যমে তাদের পদোন্নতির প্রতিদান দেবেন।
দুর্ঘটনার ফোন পেলেই ফায়ার সার্ভিসের কর্মীরা যেমন সততার সাথে সেবার জন্য ঝাঁপিয়ে পড়ে, ফায়ার সার্ভিসের প্রতিটি সেবার ক্ষেত্রেই এই নীতিমালা বাস্তবায়নের বিষয়ে পদোন্নতি প্রাপ্তরা সচেষ্ট হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।এরপর তিনি উপস্থিত পরিচালক ও উপ-পিরচালক গণকে সাথে নিয়ে পদোন্নতি প্রাপ্তদের র্যাংক-ব্যাজ পরিয়ে দেন।
সভাপতির বক্তব্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) যুগ্ম সচিব মোঃ হাবিবুর রহমান সন্তোষ প্রকাশ করে বলেন, অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের আন্তরিক উদ্যোগ আর সময়ানুগ নির্দেশনায় আমরা নতুন বছরের প্রথম মাসেই এই পদোন্নতি দিতে পেরে আনন্দিত।
স্বল্পতম সময়ের মধ্যে পদোন্নতির ব্যবস্থা করায় তিনি মহাপরিচালক মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।র্যাংক-ব্যাজ পরিধান অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন উপ-পরিচালক ( প্রশাসন ও অর্থ ) মোঃ ওহিদুল ইসলাম, পদোন্নতি প্রাপ্তদের মধ্যে প্রতিক্রিয়া ব্যক্ত করেন সহকারী পরিচালক ( ওয়ার হাউজ ও ফায়ার প্রিভেনশন ) মোঃ আনোয়ার হোসেন।
অন্যদের মধ্যে বক্তব্য দেন ফায়ার সার্ভিস ওয়েল-ফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক লে. কর্নেল (অব.) এস এম জুলফিকার রহমান।এ সময় পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল মোঃ রেজাউল করিম, পিএসসি, প্রকল্প পরিচালকগণ, উপ-পরিচালকগণ সহ অন্য জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
IPCS News : Dhaka : মোঃ শাহজাহান শিকদার : ভারপ্রাপ্ত কর্মকর্তা : মিডিয়া সেল : Fire Service & Civil Defence Directorate