সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

সরকার বাস্তবায়ন করতে শুরু করেছে নতুন মাস্টার প্ল্যান : রিজভী

আপডেটঃ ৫:৫৫ অপরাহ্ণ | জানুয়ারি ১১, ২০২২

নিউজ ডেস্কঃ

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেছেনে আগামী নির্বাচনকে কেন্দ্র করে সরকার নতুন আরেকটি মাস্টার প্ল্যান বাস্তবায়ন করতে শুরু করেছে।তিনি বলেন, সরকার লাখ লাখ বিএনপি নেতাকর্মীদের নামে হয়রানিমূলক যেসব রাজনৈতিক মামলা দিয়েছিল, এখন সেই মামলাগুলোতে ধারাবাহিক ভাবে সাজা দেওয়া শুরু করেছে।ভোটারবিহীনভাবে আগামী নির্বাচন নিবিঘ্নে অনুষ্ঠিত করে অবৈধ পথে ক্ষমতায় থাকতেই একের পর এক সাজা দিয়ে চলেছে।সরকার আদালতের কাঁধে বন্দুক রেখে নির্দোষ বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে সাজা দেওয়ার মাধ্যমে রাষ্ট্রের চেহারা বিপজ্জনকভাবে প্রকাশ করেছে।তিনি এসব কথা বলেন মঙ্গলবার রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ।

ভাসানটেক থানায় বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় সোমবার বিএনপির ১০ নেতাকর্মীকে ৫ বছর কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রিজভী জানান, যে মামলার জন্য তাদের সাজা দেওয়া হয়েছে ওই স্থানে এমন ধরনের কোনো ঘটনাই ঘটেনি।এই মিথ্যা মামলায় সবাই খালাস পেত, যদি আইন আদালত শেখ হাসিনার কব্জায় না থাকত।শেখ হাসিনার নির্দেশেই এসব শুরু হয়েছে। 

তিনি বলেন, পুলিশ বিরোধী দলের আন্দোলন দমানোর জন্য বিএনপি নেতাকর্মীদের নামে বিভিন্ন রকম বানোয়াট মামলা করেছিল।আওয়ামী সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন বিরোধী দল অবৈধ সরকারের নানাবিধ নিপীড়নের শিকার হতে থাকবে।জাতীয় নির্বাচন সামনে রেখেই বিএনপি নেতাকর্মীদের এ সাজা দেওয়া।  

IPCS News : Dhaka :