সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

সন্ধান চাই

আপডেটঃ ৭:২৭ অপরাহ্ণ | মার্চ ০৬, ২০২২

নিউজ ডেস্কঃ

মোছাঃ পপি (২২) পিতা: আসাব উদ্দিন, সাং, ত্রিমনিপাড়া আগলপুর, ইউনিয়ন : রামদী, থানা: কুলিয়াচর, জেলা: কিশোরগঞ্জ।মেয়েটি শারীরিক প্রতিবন্ধী স্পষ্ট ভাবে কথা বলিতে পারেনা, গায়ের রং শ্যামলা, চোখের রং কালো, উচ্চতা ৫ফুট, পরনে ছিল লাল সেলুয়ার কামিছ, উড়না দিয়ে মাথায় হিজাব পড়া ছিল।গত ০৪/১২/২০২১ ইং অনুমান সকাল ১০.২০ ঘটিকার সময় মেয়ে তার শ্বশুর বাড়ী স্বামী আব্দুল কাদির, গ্রাম: পীরপুর (উজানপাড়) তসুমদ্দির বাড়ী, থানা: মনোহরদী, জেলা: নরসিংদী থেকে নিখোজ হয়ে যায়।অনেক খুজাখুজির পরেও কোথাও পাওয়া যায়নি।বিষয়টি থানায় সাধারণ ডাইয়েরি ভুক্ত করা হয়।জিডি নাম্বার ২৭৫, তারিখ : ০৬/১২/২০২১ ইং মনোহরদী থানা।উক্ত মেয়েটিকে যদি কোন স্ব-হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন তাহলে উক্ত নাম্বারে যোগাযোগ করবেন।পিতা: আসাব উদ্দিন : ০১৭২৩-৩৬০৬২৮, ০১৭১৬-৫৫০৮৩৪

IPCS News : Dhaka : মোঃ তাজুল ইসলাম বাদল : মনোহরদী, নরসিংদী।