সড়ক ও ফুটপাত দখল করে কোটি টাকার বাণিজ্য, নষ্ট হচ্ছে কোটি টাকার দৃষ্টি নন্দন ফুটপাত
আপডেটঃ ৬:০৮ অপরাহ্ণ | মার্চ ২৪, ২০২২
নিউজ ডেস্কঃ
রাজশাহী : রাজশাহী নগরীর লক্ষ্মীপুর পপুলার ডায়াগনস্টিকের রাস্তার বিপরীতে তিনতলা একটি ভবন ভাড়া নিয়ে চলছে মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টার, হোটেল সী আলিফ ও তাজমহলের কর্মকাণ্ড।ভবনটির প্রবেশদারের ডানের ফুটপাত দখল করে ব্যবসা করছেন রাসেল নামের এক ব্যক্তি।দিন-রাত তার এই চা-সিগারেটের দোকনটি খোলা থাকে।তার পিছনের তিনতলা এই ভবনটি তারই।তবুও তিনি ফুটপাত দখল করে চায়ের স্টল দিয়ে বসেছেন।শুধু লক্ষীপুর নয়, পুরো রাজশাহী নগরীর গুরুত্বপূর্ণ ব্যস্ত সড়কের ফুটপাত এমনকি রাস্তাও এখন দখলদারদের হাতে।এসব ফুটপাত ও রাস্তা দখল করে কেউ নিজেই ব্যবসা গুছিয়ে বসেছেন।আবার কেউ কেউ প্রজিশন দখল করে ভাড়া দিয়েছেন।আর এসব দখলদারদের কারণে ফুটপাত দিয়ে পথচারীদের পায়ে হাটার কোন উপায় নেই।পথচারীরা বাধ্য হয়ে চলছেন রাস্তা দিয়ে।
এছাড়াও এই ফুটপাত দখলদারদের কাছ থেকে প্রতি মাসে আদায় করা হচ্ছে কোটি টাকার চাঁদা।ফুটপাতের এসব ব্যবসায়ীদের কাছ থেকে মাসে তিন থেকে পাঁচ এবং কোথাও কোথাও ১০ হাজার টাকা পর্যন্ত চাঁদা নেয়া হয়।এ নিয়ে মাঝে মধ্যেই ঘটছে অপ্রতিকর ঘটনাও।এর পরও রহস্যজনক কারণে দখলমুক্ত হচ্ছে না ফুটপাত।
সর্বশেষ গত মঙ্গলবার রাতে নগরীর নিউমার্কেটের সামনের সড়কের ফুটপাত দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রিয়াজুল নামের ব্যবসায়ী খুন হয়েছেন।এই ঘটনায় আহত হয়েছেন তার ছোট ভাই।তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছে।রিয়াজুল দীর্ঘ দিন যাবত ফুটপাতে স্যান্ডেলের ব্যবসা করে আসছিল।২০ হাজার টাকা চাঁদা না দেয়ায় তাদের উপর হামলা হয়।
অভিযোগ রয়েছে, ফুটপাতের এই ব্যবসার আড়ালে মাদকেরও কারবার রয়েছে।পুলিশ প্রশাসনকে ম্যানেজ করে ইয়াবা ও হেরোইন বিক্রি হয় সেখানে।একই চিত্র নগরের সাহেববাজার, শিরোইল বাস টার্মিনাল, ভদ্রা, কোর্ট স্টেশন, তালাইমারি, বিনোদপুরসহ নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও রাস্তার।প্রতিদিন দখল হয়ে যাচ্ছে কোটি টাকা ব্যয়ে তৈরী এসব ফুটপাত।
সেখান থেকে স্থানীয় প্রভাবশালী একটি চক্র আদায় করছে কোটি টাকার চাঁদা।বিশেষ করে নগরের সাহেববাজার এলাকা থেকে সবচেয়ে বেশী চাঁদা আদায় হয়ে থাকে।কিন্তু এদিকে কারও কোন নজর নেই।এদিকে, নিউমার্কেটের সামনে ফুটপাত দখলকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের পর কঠোর সিদ্ধান্ত নিতে চলেছে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক)।
রাসিক ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক জানান, ফুটপাত ও সড়কসহ নগরীর ফাঁকা জায়গাগুলো দখলমুক্ত করতে রাসিক নিয়মিত অভিযান পরিচালানা করে আসছে।সব দখল উচ্ছেদ করা হবে।
IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।