সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

সচেতন হলেই ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব

আপডেটঃ ১২:৩৩ অপরাহ্ণ | জুলাই ১৯, ২০২৩

নিউজ ডেস্কঃ

দিনাজপুর:- জনগণ সচেতন হলে এবং দায়িত্বশীল ভ‚মিকা পালন করলে ডেঙ্গুু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ে দিনাজপুর সুপারিনটেন্ডেন্ট (এস,এস) এ.বি.এম জিয়াউর রহমান ও দিনাজপুর রেলওয়ে থানার (ওসি) হারুনুর রশিদ (মৃধা) মঙ্গলবার (১৮ জুলাই) সকাল ১১টায় রেলওয়ে থানা ভবন বাউন্ডারি, স্টেশন চত্তরে জমাট বাধা পানি নিষ্কাশন ব্যবস্থাসহ আশপাশের জংলা গাছ আবর্জনার স্তুপ পুরিয়ে ধংশ করেন।এসময় কর্ম-কর্তাগণ বলেন, একটি উৎস থেকেই কিন্তু পুরো এলাকার সকলের জন্য জনস্বাস্থ্যের হুমকি তৈরি করতে পারে।একটি পাত্রে জমে থাকা পানির ভেতর প্রচুর পরিমাণে লার্ভা এবং মশা হওয়া সম্ভব।সুতরাং প্রথমত আমাদের দায়িত্বশীল ভ‚মিকা পালন করতে হবে।পানি জমে লার্ভা বিস্তারের সুযোগ তৈরি হয় এরকম কোথাও কোন পরিত্যক্ত পাত্র বা সামগ্রী রাখা যাবে না।

নিজেদের আঙিনা, নিজেদের স্থান, নিজেদের স্থাপনা আমরা যদি পরিষ্কার রাখতে পারি, তাহলে আমরা অবশ্যই এই এডিস মশা এবং ডেঙ্গুু প্রতিরোধ করতে পারব।১০০ ভাগ নির্ম‚ল করতে পারবো এটা আমরা বলি না কিন্তু জনগণ সচেতন হলে আমরা এটা নিয়ন্ত্রণে রাখতে পারব।

যে বিষয়টি আমাদেরকে এখন সবচেয়ে বেশি ভোগাচ্ছে (সেটি হলো) এডিস মশার বিস্তার।সে বিস্তারকে রোধ করার জন্য এই মৌসুমে আমাদের যে চলমান অভিযান, সেই অভিযানের কার্যক্রম আজ আমরা নিজেই সশরীরে তদারকি করছি।

এসময় সাংবাদিক ইউনিউয়ন দিনাজপুরের সহ-সাধারণ স¤পাদক আব্দুস সালাম, (এন,টি,আই) পলিটিক্স টিভির সমাপদক মোঃ নূর ইসলাম (নয়ন) বার্তা স¤পাদক মোঃ ইসমেইল হোসেনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ এবং বাংলাদেশ রেলওয়ে দিনাজপুরের রেলওয়ে প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারী ও সন্মানিত যাত্রী সাধারণ উপস্থিত ছিলেন।

IPCS News : Dhaka : আব্দুস সালাম : দিনাজপুর।