সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

`সকালের ট্রেন বিকেলে’ এখন আর সেই দিন নেই

আপডেটঃ ১২:৩৮ অপরাহ্ণ | জুন ২৭, ২০২৩

নিউজ ডেস্কঃ

রাজশাহী:- রেলওয়ে পশ্চিমের জেনারেল ম্যানেজার (জিএম) অসীম কুমার তালুকদার বলেছেন, ২৬ জুন সকাল থেকে বিকাল ৪ টা পর্যন্ত  রাজশাহী রেল স্টেশন থেকে ১৩ টিট্রেন ছেড়েছে।সব গুলো ট্রেনই যথাসময়ে যথা নিয়মে চলাচল করছে।আমরা আগে দেখেছি সকালের ট্রেন রাতে গেছে, মানুষ টিকিট কাটার সময় ভোগান্তিতে পড়েছেন।তবে ট্রেনে এখন আর আগের দিন নেই।ট্রেন যাত্রা এখন সহজ থেকে সহজতর হয়েছে।সোমবার (২৬ জুন) বিকালে রাজশাহী রেলস্টেশন পরিদর্শন কালে তিনিসকালে এসব কথা বলেন তিনি।জিএম বলেন, আমরা যত্রী নিরাপত্তায় বেশি গুরুত্ব দিচ্ছি।আপনারা দেখেছেন র‌্যাব, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস সার্বক্ষণিক যাত্রীদের সেবা দিচ্ছে।ঈদে শতভাগ টিকিট অনলাইনে পাওয়ায় যাত্রীদের কোনো ভোগান্তি নেই।কোনো বিষয় নিয়ে তাদের অভিযোগও নেই।এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক মনিটরিং করছেন।

বিনা টিকিটে কেউ ভ্রমণ করতে পারবেন না।ট্রেনের ছাদে যাতে কেউ ভ্রমণ করতে না পারেন সেদিকেও খেয়াল রাখা হচ্ছে।শিডিউল বিপর্যয় বিষয়ে তিনি বলেন,আমাদের সব গুলো ট্রেনই সময়মতো চলাচল করছে।যে ট্রেন গুলো এক ঘণ্টার কম সময় বিলম্ব করছে আমরা সেটাকে শিডিউল বিপর্যয় বলছি না।ঈদের সময় একটু বিলম্ব হতেই পারে।

ডিমান্ডের ওপর ভিত্তি করে ক্যাটেল ও ম্যাংগ মিশ্র ট্রেন পরিচালনা করা হবে জানিয়ে তিনি বলেন, আজ সকালেও মিশ্র  ট্রেন এসেছে।পরিবহনের চাহিদার ওপর ভিত্তি করে ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হবে।এর আগে গত ১৪ জুন থেকে আন্তঃনগর ট্রেনের ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়।রেলওয়ের পরিকল্পনা অনুযায়ী ১৪ জুন দেওয়া হয় ২৪ জুনের টিকিট।

একই ভাবে ১৫ জুন দেওয়া হয় ২৫ জুনের, ১৬ জুন ২৬ জুনের, ১৭ জুন ২৭ জুনের এবং ১৮ জুন দেওয়া হয় ২৮ জুনের অগ্রিম টিকিট।আর ঈদযাত্রার ট্রেনের ফিরতি অগ্রিম টিকিট দেওয়া শুরু হয় ২২ জুন থেকে।সেই হিসেবে ২২ জুন দেওয়া হয় ২ জুলাইয়ের টিকিট।যথাক্রমে ২৩ জুন ৩ জুলাইয়ের, ২৪ জুন ৪ জুলাইয়ের, ২৫ জুন ৫ জুলাইয়ের ও ২৬ জুন ৬ জুলাইয়ের টিকিট দেওয়া হচ্ছে ফিরতি ট্রেনের টিকিট।

এবারও ঈদযাত্রায় আসনবিহীন বা স্ট্যান্ডিং টিকিট বিক্রি হবে মোট আসনের ২৫ শতাংশ।শুধু যাত্রা শুরুর দিন আসনবিহীন টিকিট স্টেশনের কাউন্টার থেকে কেনা যাবে।এবার ট্রেনের অগ্রিম টিকিট শতভাগ অনলাইনে দেওয়া হলেও টিকিট বিক্রিতে কিছুটা পরিবর্তন আনা হয়।অনলাইনে দুই ভাগে দেওয়া হয় অগ্রিম টিকিট।

ঈদযাত্রায় পশ্চিমাঞ্চলে চলাচল করা সব আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট অনলাইনে পাওয়া যায় সকাল ৮টা থেকে।আর দুপুর ১২টা থেকে পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি হয় বলেও জানান পশ্চিম রেলের এই উর্ধতন কর্মকর্তা।

 IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।