শনিবার ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

সকল ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে: প্রধান উপদেষ্টা

আপডেটঃ ১২:৫৩ অপরাহ্ণ | ডিসেম্বর ৩০, ২০২৪

নিউজ ডেস্কঃ

প্রধান উপদেষ্টা মিয়াজিউল ইসলাম দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতিতে অভ্যুত্থানের উদ্দেশ্যকে গুরুত্ব দিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “আমরা সবাই জানি যে, বর্তমান সময়ে ষড়যন্ত্র ও রাজনৈতিক উত্তেজনার কারণে অনেক অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে পারে। তাই আমাদের মূল লক্ষ্য হতে হবে, জাতির স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা।”

মঙ্গলবার রাজধানীতে আয়োজিত একটি গুরুত্বপূর্ণ সভায় তিনি বলেন, “সরকারের লক্ষ্য জনগণের কল্যাণ এবং উন্নয়ন। কিন্তু এ পথ সহজ নয়। অনেক চ্যালেঞ্জ ও বাধা মোকাবিলা করতে হবে, আর তাই সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় আমাদের প্রস্তুত থাকতে হবে। আমাদের কাজ হবে জনগণের আস্থা অর্জন করে, তাদের উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করা।”প্রধান উপদেষ্টা আরো বলেন, “রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। ষড়যন্ত্রের প্রতিবাদ জানাতে এবং জনকল্যাণের জন্য উন্নত পরিকল্পনা গ্রহণ করতে হবে।” তিনি দেশব্যাপী বিভিন্ন উন্নয়ন প্রকল্পের দিকে ইঙ্গিত করে বলেন, “সরকার সঠিক পথে আছে এবং ভবিষ্যতে আরও শক্তিশালী উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করবে।”

তিনি জনগণের প্রতি আহ্বান জানান, “দেশের শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধির স্বার্থে সবাইকে সচেতন এবং সজাগ থাকতে হবে। আমাদের একসঙ্গে কাজ করতে হবে এবং সকল বিভেদ দূর করে একতাবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।”এই বক্তব্যে প্রধান উপদেষ্টা দেশের সামগ্রিক নিরাপত্তা ও উন্নয়নের জন্য একত্রিত হওয়ার আহ্বান জানিয়ে রাষ্ট্রের শৃঙ্খলা রক্ষায় কাজ করার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন।

IPCS News : Dhaka :