শোক সমাবেশে বক্তারা: বাগমারায় লুটপাটের পর এমপি এনামুল দৌলতদিয়া ঘাটের পতিতালয় বানিয়েছে
আপডেটঃ ১১:৫৯ পূর্বাহ্ণ | আগস্ট ২৩, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী ব্যুরো:- রাজশাহী-৪ (বাগমারা) আসনের বর্তমান সংসদ সদস্য (এমপি) ইঞ্জিনিয়ার এনামুল হক দুর্নীতি আর অনিয়মের রাজত্ব কায়েম করেছে।বাগমারার আপামোর জনসাধারণ তার বিতর্কিত কর্মকাণ্ডের কারণে এমপি এনামুলের বিরুদ্ধে সোচ্চার হয়েছে।তার সীমাহীন দুর্নীতি ও অবর্ণনীয় স্বেচ্ছাচারিতার কারণে আজ দলীয় নেতাকর্মীরাসহ সাধারণ মানুষ চরম অতিষ্ঠ।বাগমারায় লুটপাটের পর এমপি এনামুল রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটের পতিতালয়ের মত নিজের জন্য পতিতালয় বানিয়েছে।রাজশাহীর বাগমারায় ‘জাতীয় শোক দিবস, ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস ও শেখ হাসিনা সরকারের উন্নয়ন সাফল্য আলোচনা’ শীর্ষক শোক সমাবেশে বক্তারা এসব কথা বলেন।বুধবার (২২ আগস্ট) বিকেলে বাগমারার হাট গাঙ্গোপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে রাজশাহী জেলা ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের তৃণমূল নেতৃবৃন্দের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
শোক সমাবেশে বক্তারা বলেন, এমপি এনামুল গ্রামের অসহায় সুন্দরী তরুণীদের ফুসলিয়ে তাদেরকে বিভিন্ন ধরনের চাকরিসহ নানা প্রলোভন দেখিয়ে দিনের পর দিন ধর্ষণ করেছে।এই চরিত্রহীন এমপিকে বাগমারা সর্বস্তরের মানুষ আর চায় না।তাই হটাও এনামুল, বাঁচাও বাগমারা’ এই স্লোগানে সবাইকে উজ্জীবিত হতে হবে।
বক্তারা আরো বলেন, ঘুষ, দুর্নীতি আর লুটপাটের অপর নাম এনামুল।নেতাকর্মীদের উপর অত্যাচার আর মিথ্যা মামলাবাজ এই এমপিকে আমরা আগামীতে দেখতে চাই না।তাই আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে তাকে সরিয়ে একজন যোগ্য ব্যক্তিকে বাগমারায় এমপি মনোনয়ন দিলে আমরা সবাই মিলে তার পক্ষে কাজ করবো।
কাঁধে কাঁধ মিলিয়ে তার জন্য আমরা মাঠে কাজ করে এই আসনটি আমরা জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে চাই।এর বিরুদ্ধে বাগমারার মানুষ আজ একাট্টা হয়েছে।বক্তার আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীসহ জাতীয় নির্বাচনের মনোনয়ন বোর্ডের সদস্যদের অবহিত করতে হবে এই এনামুলের দুর্নীতির চিত্র।বাগমারার মানুষ তার বিরুদ্ধে এক একটা হয়েছে।
সে যদি এবার কোনোভাবে মনোনয়ন নিয়েও আসে আমরা তার পক্ষে কাজ করবো না।রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশনের সভাপতি এডভোকেট মো. ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে শোক সমাবেশে বক্তব্য রাখেন,রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ও তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পৌর মেয়র, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগমারা আসন থেকে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিক্ষা ও মানব সম্পদ উপ-কমিটির সদস্য অধ্যাপক ড. পি.এম. সফিকুল ইসলাম, রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. জাকিরুল ইসলাম সান্টু প্রমখ।
এছাড়া সমাবেশে জেলা, উপজেলা, বাগমারার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
IPCS News : Dhaka : আমজাদ হোসেন শিমুল : রাজশাহী।