সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

শোক থেকে বিদ্রোহ: সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে চট্টগ্রামের দ্রোহের আগুন

আপডেটঃ ১২:১৯ অপরাহ্ণ | নভেম্বর ২৭, ২০২৪

নিউজ ডেস্কঃ

চট্টগ্রামে আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের প্রতিবাদে শহরের আদালত চত্বরে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয় বুধবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায়। জানাজার আগে আইনজীবী নেতারা বক্তব্যে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানান।

প্রথম জানাজা শেষে মরদেহ নগরের জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে নিয়ে যাওয়া হয়, যেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় অংশ নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, নাগরিক কমিটির সদস্য ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলমসহ অনেকে।

লোহাগাড়া উপজেলার চুনতি এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম আলিফ ২০১৮ সালে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য হন এবং পরবর্তীতে হাইকোর্টে আইনজীবী হিসেবে নিবন্ধন লাভ করেন। মঙ্গলবার (২৬ নভেম্বর) বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে আন্দোলনকারীদের হামলায় নিহত হন তিনি।

এই হত্যাকাণ্ডের প্রতিবাদে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি বুধবার আদালত বর্জনের ঘোষণা দেয়। মঙ্গলবার অনুষ্ঠিত জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

হত্যার সঙ্গে জড়িত সন্দেহে পাঁচ জনসহ অন্তত ২০ জনকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। তদন্ত কার্যক্রম চলছে এবং দোষীদের দ্রুত বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সাইফুল ইসলাম আলিফের মৃত্যুর ঘটনায় চট্টগ্রামের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

IPCS News : Dhaka