সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

শেখ হাসিনা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন: ড. ইউনূস

আপডেটঃ ১২:২৫ অপরাহ্ণ | নভেম্বর ১৮, ২০২৪

নিউজ ডেস্কঃ

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস দাবি করেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের অস্থিতিশীলতা তৈরি করতে সচেষ্ট।তিনি বলেন, সরকার জনগণের মৌলিক অধিকার হরণ করছে এবং বিরোধী মতামত দমনের মাধ্যমে দেশে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করতে চাচ্ছে।এক আন্তর্জাতিক সভায় বক্তব্য রাখতে গিয়ে ড. ইউনূস অভিযোগ করেন, বর্তমান সরকার দেশের গণতন্ত্র, সুশাসন এবং মানবাধিকারের পরিপন্থী কাজ করছে।দেশের স্বাভাবিক রাজনৈতিক পরিবেশকে ধ্বংস করে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চালানো হচ্ছে।এই পরিস্থিতি দেশের অর্থনীতি ও সমাজের ওপর গভীর নেতিবাচক প্রভাব ফেলছে।

সরকারের বিরুদ্ধে অভিযোগ
ড. ইউনূস দাবি করেন, সরকারের বিভিন্ন পদক্ষেপ কেবল রাজনৈতিক বিরোধীদের দমন নয়, বরং সাধারণ জনগণের জীবনকেও বিপর্যস্ত করছে।তিনি বিশেষ করে উল্লেখ করেন বিচার বিভাগের স্বাধীনতার সংকট, মিডিয়ার ওপর নিয়ন্ত্রণ, এবং শান্তিপূর্ণ সমাবেশে বাধা দেওয়ার বিষয়গুলো।

সরকারের প্রতিক্রিয়া
সরকারের পক্ষ থেকে ড. ইউনূসের বক্তব্যের বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।তবে অতীতে আওয়ামী লীগের নেতারা ড. ইউনূসকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যায়িত করেছেন।

রাজনৈতিক প্রেক্ষাপট
ড. ইউনূস ও আওয়ামী লীগ সরকারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।সম্প্রতি তার বিরুদ্ধে দুর্নীতির মামলাগুলো এবং আন্তর্জাতিক অঙ্গনে তার সমর্থকদের উদ্বেগ প্রকাশের প্রেক্ষাপটে এই বক্তব্য দেওয়া হলো।বিশ্লেষকদের মতে, ড. ইউনূসের এই মন্তব্য আসন্ন জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে।

IPCS News : Dhaka: