শেখ হাসিনা’র জন্মদিন পালন রাজশাহী জেলা আওয়ামী লীগের
আপডেটঃ ১২:৩৪ অপরাহ্ণ | সেপ্টেম্বর ২৯, ২০২১
নিউজ ডেস্কঃ
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন করেছেন রাজশাহী জেলা আওয়ামী লীগ।কর্মসূচির মধ্যে ছিলো ,আলোচনা সভা, ও দোয়া মাহফিল।গত মঙ্গলবার(২৮ সেপ্টেম্বর) নগরীর অলোকার মোড়ে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে এসব কর্মসূচি পালিত হয়েছে।রাজশাহী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আমানুল হক দুদুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারার পরিচালনায় বক্তব্য রাখেন রাজশাহী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এস এম একরামুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ও বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. লায়েব উদ্দিন লাভলু, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, এড. আব্দুস সামাদ মোল্লা, আলফোর রহমান, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও সদস্য মর্জিনা পারভীন।
এছাড়াও সদস্য আনিকা ফারিহা জামান অর্ণা, জেলা যুব লীগের সভাপতি আবু সালেহ, জেলা কৃষক লীগের সভাপতি রবিউল আলম বাবু, জেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল্লাহ খান, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রোকনুজ্জামান রিন্টু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান রানা, জেলা যুব মহিলা লীগের সভাপতি নার্গিস শেলী, সাধারণসম্পাদ বিপাশা খাতুনসহ প্রমুখ।
রাজশাহী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারা বলেন, ঘাতকেরা শেখহাসিনাকেবারবারহত্যা চেষ্টাকরছে।কিন্তু বাংলারমানুষের সেবাকরারজন্যইআল্লাহতায়ালাহায়াত দানকরেছেন।বঙ্গবন্ধু কন্যা ৭৫ পরবর্তী বাংলাদেশকে বিশ্বে নতুন পরিচিতি দিয়েছেন।শেখ হাসিনার নেতৃত্ব বিশ্বব্যাপী প্রশংস করছে।
তিনি আরো বলেন, বাংলাদেশকে নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে।এ ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহবান জানান তিনি।শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে দেশ ও দেশের জনগণ শান্তিতে থাকে।বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলাকে বাস্তবে রুপ দেয়ার জন্য অতন্ত্র প্রহরীর মতো নিরলস পরিশ্রম করে চলেছেন তিনি।
IPCS News Report : Dhaka : বাবুল : রাজশাহী।