সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস জেলা পর্যায়ে তরুনীদের ফুটবলে রাজশাহী ও সিরাজগঞ্জ ফাইনালে

আপডেটঃ ৯:২৭ অপরাহ্ণ | জানুয়ারি ২০, ২০২৩

নিউজ ডেস্কঃ

রাজশাহী:-মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসের বিভাগীয় পর্যায়ের খেলায় গতকাল শুক্রবার (২০ জানুয়ারী) তরুনদের ৩টি ফুটবল খেলা অনুষ্টিত হয়েছে।সকালে নওগাঁ জেলা ১-০ গোলে পাবনাকে হারায়।বিকেলে অনুষ্টিত সেমিফাইনাল খেলায় স্বাগতিক রাজশাহী ৩-০ গোলে বগুড়া জেলাকে হারিয়ে ফাইনালে উঠে।

বিজয়ী দলের পক্ষে ফালগুনী ২ টি ও স্বর্ণালী ১টি গোল করেন।দিনের অন্য খেলায় সিরাজগঞ্জ জেলা ৩-১ গোলে নওগাঁ জেলাকে হারিয়ে ফাইনালে উঠে।বিজয়ী দলের পক্ষে অয়ন্ত ১টি ও মৌসুমী ২টি গোল করেন।বিজিত দলের পক্ষে লতিকা ১টি গোল করেন।আজ শনিবার সকালে মুক্তিযুদ্ধ স্মৃসি স্টেডিয়ামে সকাল ১১টায় ফাইনালে স্বাগতিক রাজশাহী ও সিরাজগঞ্জ জেলা দল অংশ নেবে

IPCS News : Dhaka : বাবুল : রাজশাহী।