সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রার্সা আ্যাথলেটিকস প্রতিযোগিতা শুরু

আপডেটঃ ৭:১৫ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ০৪, ২০২৩

নিউজ ডেস্কঃ

রাজশাহী:- বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের আয়োজনে ,জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জাকজমকপুর্ন আয়োজনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে দুইদিন ব্যাপী শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রার্সা অ্যাথলেটিকস প্রতিযোগিতা গতকাল শনিবার (৪ ফ্রেরুয়ারী) সকাল ৯টায় শুরু হয়েছে।প্রতিযোগিতায় ৯টি উপজেলা ও রাজশাহী মহানগরসহ প্রায় ৩০০ জন প্রতিযোগি বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহন করছে।এই প্রতিযোগিতাৎ ’’খ‘‘ গ্রপে ছাত্রদের ডিসকাস থ্রোতে পুঠিয়ার মাহির,ছাত্রিদের আশা খাতুন,জ্যাবলিন থ্রোতে পুঠিয়ার মাহিন, ছাত্রি গ্রুপে ফারহানা, ’’খ‘‘ গ্রুপে ছাত্রদের মোহনপুরের শাহরিয়ার, ছাত্রিদের গ্রুপে সাবরিনা, ২০০ মিটার দৌড়ে ছাত্রদের গ্রুপে চারঘাটের সোহান আলী, ছাত্রীদের গ্রুপে স্বনীল আক্তার জয়া, ৮০০ মিটার দৌড়ে ছাত্রীদের গ্রুপে বাঘার রুকাইয়া আক্তার, ছাত্রদের গ্রুপে রাজশাহী নগরীর নাজিম, লং জাম্পে ছাত্রীদের গ্রুপে বাঘার আলমগীর ও ছাত্রীদের গ্রুপে ভাঘার জামিলাআক্তার ১ম স্থান অর্জন করেন।

Exif_JPEG_420

আজ বাকী ইভেন্টের খেলাগুলি সকাল থেকে অনুষ্টিত হবে।পতাকা উত্তোলন, বেলুন ফেষ্টুন ও মশাল প্রজ্জলনের মধ্য দিয়ে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক ও শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রার্সা অ্যাাথলেটিকস জেলা কমিটির সভাপতি আব্দুল জলিল।

Exif_JPEG_420

এর আগে তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চারনেতাসহ ২ লক্ষ শহীদদের স্বরন করে বলেন খেলাধুলার উন্নয়নের জন্যাই এই প্রতিযোগিতার আয়োজন করেছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বরাদ্দও দিয়েছে তিনি।

Exif_JPEG_420

এই খেলাধুলার মধ্য দিয়েই একজন ভালো খেলোয়াড় হিসেবে গড়ে উঠার যাত্রা শুরু।অংশ গ্রহনকারীদের খেলা শেষ করে বসে থাকলেই চলবেনা নিয়মিত অনুশিলন করে যেতে হবে তবেই না একজন ভালো খেলোয়াড়ে রুপান্তরিত হবে।

Exif_JPEG_420

এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সাবির্ক) ও সহ-সভাপতি কল্যাণ চৌধুরী , জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, সহ-সভাপতি মোঃ রমজান আলী, অ্যাথলেটিকস ফেডারেশনের নির্বাহী সদস্য মোঃ লুৎফর রহমান বাবু, অতিরিক্ত সাধারন সম্পাদক মোঃ শাসুজ্জামান রতন ও সাধারন সম্পাদক মোঃ ওয়াহেদুন নবী।

এছাড়াও নির্বাহী সদস্য মোঃ রোকনুজ্জামানসহ উপজেলা ক্রীড়া ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ও ইউএনও গন উপস্থিত ছিলেন।

IPCS News : Dhaka : বাবুল : রাজশাহী।