সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

শুধু বাংলাদেশে নয়, পৃথীবির সব দেশে জিনিস পত্রের দাম বেড়েছেঃ প্রধানমন্ত্রী

আপডেটঃ ৭:২৪ অপরাহ্ণ | মার্চ ০৭, ২০২২

নিউজ ডেস্কঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন,করোনা মহামারির কারণে সারা বিশ্বের অর্থনীতিতে সৃষ্টি হয়েছে মন্দা অবস্থা।ফলে আমাদের দেশসহ সারা বিশ্বে জিনিস-পত্রের দাম বেড়ে গেছে।আজ ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।বঙ্গবন্ধু এভিন্যিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হন।শেখ হাসিনা বলেন, বর্তমানে দ্রব্যমূল্য শুধু বাংলাদেশ না, করোনা ভাইরাসের কারণে সারাবিশ্বের অর্থনীতি মন্দা।যার ফলে সুদূর আমেরিকাসহ পৃথিবীর সব দেশে জিনিসপত্রের দাম বেড়ে গেছে।প্রধানমন্ত্রী রাশিয়া-ইউক্রেন পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন, এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা।সারা বিশ্বে এটা নিয়েও একটা অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে।

যার কুফল এখন আমরাও ভোগ করছি।কারণ, আন্তর্জাতিক বাজারে যখন দাম বেড়ে যায়, তখন এর স্বাভাবিক কিছু প্রভাব পড়ে।তাই আমাদের এখানেও কিছু জিনিসের দাম বাড়ছে।প্রধানমন্ত্রী বলেন, কিছু ব্যবসায়ী আছে, একটু ব্যবসা করে দুই পয়সা কমাই করতে চায়।তাই আমরা বাজার মনিটরিং করার ব্যবস্থা করছি।

প্রধানমন্ত্রী জনগণের উদ্দেশে বলেন, এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে।যে যা পারবেন কিছু উৎপাদন করবেন।নিজের চাহিদা, নিজেরাই পূরণ করতে চেষ্টা করবেন।নিজের খাদ্য নিজেই জোগান দিতে চেষ্টা করবেন।আমাদের খাদ্যের যেন অভাব না হয়।এটা করতে পারলে আমাদের আর কারও মুখাপেক্ষী হতে হবে না।

সভায় স্বাগত বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।সঞ্চালনায় ছিলেন প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ।

এ ছাড়াও সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতি-মণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, আবদুর রাজ্জাক, শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, শ্রম ও জনশক্তি সম্পাদক হাবিবুর রহমান সিরাজ প্রমুখ।

IPCS News : Dhaka :