শীতের সকালে দুই টাকায় কম্বল নিয়ে হাজির তরুণ শিক্ষার্থীরা
আপডেটঃ ১০:২০ অপরাহ্ণ | জানুয়ারি ২০, ২০২৩
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:-কনকনে এ শীতের দিনাজপুরে সকালে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ গুলোকে উষ্ণতা ছড়িয়ে দিতে শীতবস্ত্র হাতে তরুণ শিক্ষার্থী।পকেট খরচ বাঁচিয়ে জমানো টাকা দিয়ে মানুষের মুখে হাঁসি ফুটাতে ব্যাস্ত তারা।জানান এটা কোন দান নয়, অস্বচ্ছল মানুষদের কিনে নিতে হচ্ছে এসব শীতবস্ত্র।তবে এসব শীতবস্ত্রের মুল্য দুই টাকা।
এমন ব্যাতিক্রমী উদ্যোগ বাস্তবায়নে শুক্রবার সকাল থেকেই ঘুরে ঘুরে এসব বিতরণ করে শিক্ষার্থীরা।জানান অসহায় মানুষের পাঁশে দাঁড়াতে গড়ে তুলেছেন স্বেচ্ছা-সেবী সংগঠন।নাম দিয়েছেন “বাস্তবায়ন”।শিক্ষা জীবনে ভালো কিছু শুরু করে মানুষের কষ্ট লাঘবের মধ্য দিয়ে আত্ম-তৃপ্তির কথা জানান ঐ শিক্ষার্থীরা ।
উপস্থিত ছিলেন “বাস্তবায়ন” এর প্রতিষ্ঠাতা মাশুক রহমান প্রান্ত,সভাপতি মাহির ফয়সাল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাশরাফি আলম ইস্তি,সদস্য সায়মা আফজাল সাফিয়া,শাহারিয়ার বিপ্লব, ইহতেশাম মুহিব রুপম,রিজ্জাতুল আত্বিন রুদ্র।
IPCS News : Dhaka : আব্দুস সালাম : দিনাজপুর।