শিবগঞ্জে সাবরেজিস্ট্রারের ওপর হামলা, সারা দেশে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক
আপডেটঃ ৫:০৮ অপরাহ্ণ | জানুয়ারি ১৩, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জে অফিসকক্ষে সাবরেজিস্ট্রার ইউসুফ আলীর ওপর হামলার ঘটনায় সারা দেশের রেজিস্ট্রারদের মধ্যে চরম ক্ষোভ ছড়িয়ে পড়েছে।১০ জানুয়ারি মঙ্গলবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।হামলার আধা ঘন্টা আগে শাসিয়ে এবং মারপিটের হুমকি দিয়ে এসেছিলেন ইউএনও।এর পর পরই সাবরেজিস্ট্রার ইউসুফ আলীর অফিস কক্ষে গিয়ে দলিল সম্পাদনের সময় হামলা করে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি।হামলায় গুরুতর আহত অবস্থায় ইউসুফ আলীকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।তার মাথায় ১৫-১৬টি সেলাই পড়েছে।এই ঘটনার প্রতিবাদে সারা দেশে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন সাবরেজিস্ট্রাররা।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস এসোসিয়েশনের সভাপতি অহিদুল ইসলাম।তিনি জানান, আজ বুধবার থেকেই তারা এ কর্মবিরতি শুরু করেছেন।হামলার শিকার ইউসুফ আলী অভিযোগ করেছেন, তার ওপর হামলার সঙ্গে ইউএনও আবুল হায়াত নিজেই জড়িত।তিনিই নেপথ্যে থেকে আমার ওপর হামলা করে নিয়েছেন।
ইউএনওকে আসামি করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।ইউএনও সাবরেজিস্ট্ররা ইউসুফ আলীর খাস কামরায় গিয়ে তাকে মারপিট এবং গালিগালাজ করে এসেছিলেন তার একটি অডিও রেকর্ডও সিল্কসিটিনিউজের হাতে এসে পৌঁছেছে।২২ মিনিট ধরে ইউএনও দলবল নিয়ে গিয়ে ভাত খাওয়া অবস্থায় সাবরেজিস্ট্রার ইউসুফ আলীকে নানাভাবে শাসাচ্ছিলেন।
এসময় সাবরেজিস্ট্রারকে কয়েকবার মারপিটের হুমকি দিতে শোনা যায় ইউএনওকে।শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরী জুবায়ের আহম্মদ ঘটনার দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করে বলেন, সেখানে দলিল লেখক, নকলনবিশ ও জমিসংক্রান্ত কাজে আসা সাধারণ মানুষ ছিলেন।কে বা কারা তাঁর ওপর হঠাৎ উত্তেজিত হয়ে হামলা করেছেন, সেটা নিশ্চিত হওয়া যায়নি।তখন পর্যন্ত লিখিত অভিযোগ পাননি।
অভিযোগ পেলে ঘটনাটি সম্পর্কে ধারণা পাবেন বলে জানান ওসি।সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন।চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজস্ট্রিার আপসানা বেগম অভিযোগ করে সিল্কসিটিনিউজে বলেন, ‘এই ঘটনার সঙ্গে ইউএনও আবুল হায়াত জড়িত থাকতে পারেন।অফিস চলাকালীন সময়ে কার্যালয়ে কর্মরত অবস্থায় একজন সরকারি কর্মচারীর ওপর এই ধরনের হামলা ন্যাক্কারজনক।
আমরা এ নিয়ে মামলার প্রস্তুতি নিচ্ছি।ঘটনার বিচারের দাবিতে আমরা কর্মবিরতী পালন করছি।’আফসানা বেগম বলেন, ‘ঘটনার আধা ঘন্টা আগে ইউএনও দলবল নিয়ে গিয়ে সাবরেজিস্ট্রার ইউসুফ আলীকে শাসিয়ে এসেছিলেন।তাকে মারপিটের হুমকি দিয়ে আসছিলেন।বিষয়টি ইউসুফ আলী আমাকে তাৎক্ষণাৎ ফোনে জানিয়েছিলেন।
শাসিয়ে আসার সময় ইউএনও ইউসুফ আলীর ফোনটিও ছিনিয়ে নিয়ে এসেছেন।ওই ফোনটি এখনো ইউএনও তার কাছে রেখেছেন।এসব ঘটনা আমি জেলা প্রশাসক স্যারকে জানিয়েছিলাম।জেলা প্রশাসক স্যার বিষয়টি দেখবেন বলেছিলেন।কিন্তু তার পর পরই সাব-রেজিস্ট্রারের ওপরে ন্যাক্কারজনক ভাবে হামলা করা হয়েছে।
জেলা রেজিস্ট্রার আফসানা বেগম আরও জানান, ইউসুফ আলীকে মারপিট করা হয়েছে শিবগঞ্জ সাবরেজিস্ট্রার অফিসের সাবেক প্রয়াত এক কর্মচারীর পেনসনের ফাইল পাশ করার ঘটনা নিয়ে ঘটতে পারে বলেই ধারণা করা হচ্ছে।ওই কর্মচারী ২০১৪ সালে অবসর নেন।এরপর ২০১৮ সালে তিনি মারা যান।এখন তার দ্বিতীয় স্ত্রীর বোন এসে পেনসন দাবি করছেন।
কিন্তু ওই স্ত্রীর কোনো কাবিন নামা দেখাতে পারেননি তারা।এ নিয়ে মূলত ফাইলটি ছাড়তে পারছিলেন না সাবরেজিস্ট্রার ইউসুফ আলী।আর ওই ফাইল ছাড়ার জন্য ইউএনও মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ইউসুফ আলীর খাস কামারায় গিয়ে তাকে শাসিয়ে আসেন।এসময় ইউসুফের এক কর্মচারীকেও সার্টের কলার ধরে ইউএনও মারপিটের হুমকি দিয়েছিলেন।
তার আধা ঘন্টা পরই ঘটে হামলার ঘটনা।কাজেই এর সঙ্গে অন্য কোনো ঘটনার সম্পৃক্ততা নাই।ইউএনও এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকতে পারেন বলেও ধারণা করা হচ্ছে-বলেন আফসানা বেগম।তিনি বলেন, এই ঘটনার বিচার না হওয়া পর্যন্ত আমরা কাজে যোগদান করবো না।
তবে বিষয়টি নিয়ে শিবগঞ্জের ইউএনও আবুল হায়াতের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, পেনসনের বিষয় নিয়ে কথা বলতে গেছিলাম।তাকে শাসানোর বিষয়টি সঠিক নয়।তার অফিসে গিয়ে কথা বলেছি মাত্র।এসময় কথাকাটাকাটি হয়েছে মাত্র।সাবরেজিস্ট্রারই উল্টো হিসাব রক্ষণ কর্মকর্তাকে মারপিট করতে যান।সাবরেজিস্ট্রারই আমাদের উল্টো হুমকি দিয়েছিনে।
তার পরেও পরিস্থিতি শান্ত করে চলে এসেছি।ইউএনও বলেন, ‘সাবরেজিষ্ট্রারের ব্যবহারের কারণে তিনি মার খেয়েছেন।এর আগেও তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে।তার দুর্নীতির অভিযোগ নিয়ে মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভাতেও এস উঠেছে।তবে তার সঙ্গে যে আচরণ হয়েছে, সেটি ঠিক করা হয়নি।তার ওপর হামলার সঙ্গে আমি কোনোভাবেই জড়িত নয়।
জানতে চাইলে জেলা প্রশাসক এ কে এম গালিব খাঁন বলেন, হামলার আগে ইউএনও’র সঙ্গে সাবরেজিস্ট্রারের কথাকাটাাকিাটির বিষয়টি আমি জানি।কিন্তু হামলার সঙ্গে ইউএনও জড়িত আছে এটা সঠিক নয়।সাবরেজিস্ট্রারের বিরুদ্ধে আগেও অভিযোগ ছিল।ভূক্তভোগীরাই হয়তো এই হামলার সঙ্গে জড়িত।তবে যারাই এই ঘটনা ঘটাক কেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।