সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

শিক্ষার্থীদের ১৫ টাকা পরীক্ষার ফি ৩৫ টাকা নেওয়ার অভিযোগ

আপডেটঃ ১১:৪৪ পূর্বাহ্ণ | আগস্ট ২৭, ২০২৩

নিউজ ডেস্কঃ

দিনাজপুর:- দিনাজপুর কাহারোল উপজেলায় চলতি বছর ১২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রায় ৯ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে।১৫ টাকা পরীক্ষার ফি ৩৫ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে কাহারোল শিক্ষা অফিসের বিরুদ্ধে।দিনাজপুরের কাহারোল উপজেলার ১২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম সাময়িক পরীক্ষা গত ২১ আগস্ট ২০২৩ শুরু হয়েছে ২য়,৩য়,৪র্থ ও ৫ম শ্রেণির সাময়িক পরীক্ষা।আগামী ২৯ আগস্ট পরীক্ষা শেষ হবে।কাহারোল উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরীক্ষার্থীদের পরীক্ষার ফি ১৫ টাকার স্থলে ৩৫টাকা করে নিচ্ছেন শিক্ষা অফিস, বিষয়টি জানিয়েছেন সংশ্লিষ্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলির প্রধান শিক্ষকগণ।

৯ হাজার শিক্ষার্থীদের ১৫ টাকা পরীক্ষার ফি হলে টাকার সংখ্যা দাঁড়ায় এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা, আর ৩৫ টাকা পরীক্ষার ফি হলে টাকার সংখ্যা দাঁড়ায় তিন লক্ষ পনেরো হাজার টাকা, পরিক্ষার্থীদের থেকে অতিরিক্ত এক লক্ষ আশি হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ খোদ প্রাথমিক শিক্ষা বিদ্যালয়ের প্রধানদের।

কাহারোল উপজেলায় ৪টি ক্লাস্টার রয়েছে, একটি ক্লাস্টারের দায়িত্বে থাকা সহকারী শিক্ষা অফিসার কাজল রায়ের সঙ্গে কথা হলে তিনি বলেন, ভারপ্রাপ্ত শিক্ষা অফিসারের মতামতের ভিত্তিতে আমার ক্লাস্টারের ২৯টি স্কুলের পরীক্ষার ফি বাবদ ৩৫ টাকা করে নিয়েছি।গতকাল কাহারোল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঘুরে শিক্ষকদের সঙ্গে কথা বললে এই তথ্য তারাও প্রদান করেছেন।

এই ব্যাপারে কাহারোল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী শিক্ষা অফিসার ও (ভারপ্রাপ্ত) শিক্ষা অফিসার মাসুদ ইবনে রানা এর সঙ্গে কথা হলে তিনি আমাদের প্রতিনিধিকে বলেন, সকলের সমন্বয়ে ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

IPCS News : Dhaka : আব্দুস সালাম : দিনাজপুর।