শিক্ষানবীশ আইনজীবী হত্যাকারীদের বিচারের দাবীতে মানব-বন্ধন ও প্রতিবাদ সমাবেশ
আপডেটঃ ২:২৩ অপরাহ্ণ | জুলাই ১৬, ২০২২
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনার মদনে “শিক্ষানবীশ আইনজীবী” মোঃ হাফিজুল হক চৌধুরীকে নির্মম ও নৃশংস ভাবে হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানব-বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গত ১৩ জুলাই বুধবার, দুপুরে উপজেলা প্রেস ক্লাবের সামনে সড়কে এলাকাবাসীর উদ্যেগে এই মানব-বন্ধন অনুষ্ঠিত হয়।এসময় বক্তব্য রাখেন, নিহতের পিতা ফুল মিয়া চৌধুরী, মাতা স্বপ্না বেগম চৌধুরী, এলাকাবাসীর পক্ষে মনোয়ার হোসেনসহ বিভিন্ন সংগঠনের লোকজন।
বক্তারা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে ফাঁসির দাবী জানান।গত বৃহস্পতিবার পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের আঘাতে নিহত হয় হাফিজুল হক।এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা।