শাহজালাল বিমান বন্দরে বাক্স থেকে মিলল ১২ কোটি টাকার বিদেশি মুদ্রা
আপডেটঃ ১২:৫২ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১৪, ২০২১
নিউজ ডেস্কঃ
সোমবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ থেকে ১২ কোটি টাকা সমমূল্যের বিদেশি মুদ্রা জব্দ করা হয়েছে।বিমান-বন্দর কর্তৃপক্ষ এ ঘটনায় জড়িত হাসান আলী নামে এক ব্যক্তিকে আটক করেছে।আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।তবে এ ঘটনায় এখনও পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক জানান, সোমবার রাতে বিমান-বন্দরের কার্গো ভিলেজের একটি বাক্স থেকে ৫৪ লাখ ৭৫ হাজার সৌদি রিয়াল ও ২০ হাজার ২০০ সিঙ্গাপুরি ডলার জব্দ করেন সিভিল এভিয়েশন সিকিউরিটির সদস্যরা।বাংলাদেশি মুদ্রায় এর মান ১২ কোটি টাকা।একটি সংঘবদ্ধ চক্রঅপরাধী চক্র এই বিপুল বৈদেশিক মুদ্রা বিদেশে পাচারের চেষ্টা করে।
IPCS News Report : Dhaka :