সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

শাহজালালে ২৪০০ পিস ইয়াবা সহ একজনকে আটক করেছে এপিবিএন

আপডেটঃ ১:৫৯ অপরাহ্ণ | আগস্ট ০৫, ২০২৩

নিউজ ডেস্কঃ

ঢাকা:- হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন এবং ডিএনসির যৌথ অভিযানে ২৪০০ পিস ইয়াবা সহ একজনকে আটক করা হয়েছে।গতকাল ৪ আগস্ট সকালে বিমানবন্দরের ১ নং টার্মিনালের সামনে অবস্থিত পার্কিং এর সামনে থেকে অভিযুক্তকে ইয়াবা সহ আটক করা হয়।এয়ারপোর্ট এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান, গোপন তথ্যের ভিত্তিতে এয়ারপোর্ট এপিবিএন এবং ডিএনসির যৌথ আভিযানিক দল বিমানবন্দরের ০১ নং টার্মিনালের সামনে সকাল থেকেই অবস্থান করছিল।বেলা ১১ টার দিকে অভিযুক্ত দ্রুব দাশকে ০১ নং টার্মিনালের সামনের পার্কিং এলাকার সামনে দেখতে পায় আভিযানিক দল।এসময় তাকে অপ্রস্তুত এবং সন্দেহজনক অবস্থায় ঘোরাফেরা করতে দেখা যায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে এসময় সে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করে আভিযানিক দল।প্রাথমিক জিজ্ঞাসাবাদে কোনো ধরনের মাদক বহনের কথা তিনি অস্বীকার করলেও এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অফিসে এনে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করলে তার কাছে ইয়াবা আছে বলে স্বীকার করেন দ্রুব দাশ।পরবর্তীতে তিনি নিজেই তার কাছে থাকা নীল রঙ এর একটি ব্যাগ থেকে ইয়াবা বের করে দেন।

ইয়াবা গননার পর দেখা যায় সেখানে ২৪০০ পিস ইয়াবা রয়েছে।আসামী দ্রুব দাশ (২৫) কক্সবাজার জেলার টেকনাফ থানার অধিবাসী।উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য ০৭ লক্ষ ২০ হাজার টাকা বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।অভিযুক্তের বিরুদ্ধে প্রচলিত আইনে বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

IPCS News : Dhaka : আর্মড পুলিশ ব্যাটালিয়ন : ঢাকা।