সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

শহীদ এএইচএম কামারুজ্জামান ১ম বিভাগ ক্রিকেট লীগের ফল: লীগের ১ম হ্যাট্রিক সুমন ও নাহিদের

আপডেটঃ ২:৩৬ অপরাহ্ণ | অক্টোবর ২৪, ২০২২

নিউজ ডেস্কঃ

রাজশাহী:- শহীদ এএইচএম কামারুজ্জামান ১ম বিভাগ ক্রিকেট লীগের দুটি খেলা গতকাল রোববার (২৩ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে মুক্তি যুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্টিত খেলায় সুমন ও নাহিদের সেঞ্চুরীর সুবাদে ফাইটার রাজশাহী ১৮৭ রানের বিশাল ব্যবধানে ইউনাইটেড স্পোর্টিং ক্লাবকে হারায়।টস জয়ী ফাইটার রাজশাহী ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেট হারিয়ে তোলে ৩০৪ রান।দলের পক্ষে সর্বোচ্চ সুমন ১১৩, নাহিদ ১০৮ ও রমজান ৬২ রান করেন।বিপক্ষ দলের পক্ষে অনোস ১২ ও তাওসিফ ২৮ রানে ১টি করে উইকেট নেন।৩০৫ রানের টার্গেট নিয়ে ইউনাইটেড স্পোর্টিং ক্লাব ব্যাট করতে নেমে ৩১.৪ ওভারে ১১৭ রানে গুড়িয়ে যায়।দলের পক্ষে সর্বোচ্চ তানভীর ২৮ ও আনাম ২৭ রান করেন।বিপক্ষ দলের পক্ষে রাহিম ১৪ রানে ৩টি, সুমন ১৮ ও সবুজ ২৫ রানে ২টি করে উইকেট নেন।

এদিকে বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে মাঠে অনুষ্ঠিত দিনের অন্য খেলায় মুক্তি সংঘ ২ উইকেটে বৈকালী সংঘকে হারায়।টসে হেরে বৈকালী সংঘ ব্যাট করতে নেমে ৩৫.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে তোলে ১১২ রান রান।দলের পক্ষে সর্বোচ্চ আবির ২২, মেহেদী ১৪ ও বিশ্বয় ১০ রান করেন।

বিক্ষে সানি ১৭,বিদুৎ ২৫, তৌফিক ২০ ও বাচ্চু ২৬ রানে ২টি করে উইকেট নেন।জবাবে মুক্তি সংঘ ব্যাট করতে নেমে ২৭.২ ওভারে ৮ উইকেট হারিয়ে তোলে ১১৬ রান।দলের পক্ষে সর্বোচ্চ সাইদ ২৪ ও বিদুৎ ১৫ রান করেন।বিপক্ষ দলের পক্ষে আবির ১৯ রানে ৪টি ও রাজ ১৯ রানে ২টি উইকেট নেন।

IPCS News : Dhaka : বাবুল : রাজশাহী।