সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে পবা-মোহন-পুরের নব-নির্বাচিত ১০জন ইউপি চেয়ারম্যান

আপডেটঃ ৪:৩৮ অপরাহ্ণ | ডিসেম্বর ০৬, ২০২১

নিউজ ডেস্কঃ

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন পবা-মোহনপুর উপজেলার নবনির্বাচিত ১০জন ইউপি চেয়ারম্যান।গত রোববার( ৫ডিসেম্বর) সকালে নগরীর কাদিরগঞ্জে শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান তাঁরা।এ সময় শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সুযোগ্যপুত্র আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন উপস্থিত থেকে শ্রদ্ধা নিবেদন করেন।পুষ্পস্তবক অর্পণ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবুর রহমান, জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানসহ জাতীয় চার, মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ ও মরহুমা জাহানারা জামানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় রাজশাহীর-৩ আসনের সংসদ সদস্য মো. আয়েন উদ্দিন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারা, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ডাবলু সরকার, মোহনপুর উপজেলার চেয়ারম্যান আব্দুস সালাম, নওহাটা পৌরসভার মেয়র মো।

হাফিজুর রহমান হাফিজ, উপজেলা যুবলীগের সভাপতি এমদাদুল হক, পবা উপজেলার হুজুরীপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা, দামকুড়া ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম, বড়গাছী ইউনিয়নের চেয়ারম্যান শাহাদত হোসাইন সাগর, হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান বজলে রেজবি আল হাসান মুঞ্জিল।

মৌগাছি ইউনিয়নের চেয়ারম্যান আল আমিন বিশ্বাস, ধুরইল ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, রায়ঘাটি ইউনিয়নে বাবুল হোসেন, ঘাষিগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আজহারুল ইসলাম, বাকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান ও জাহানাবাদ ইউনিয়নে হযরত আলী সহ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

IPCS News : Dhaka : বাবুল : রাজশাহী।