সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

লিওন চৌধুরী পুলিশ হেফাজতে, জনতার তোপের মুখে মানবতার ফেরিওয়ালা

আপডেটঃ ১০:১২ অপরাহ্ণ | জুন ১১, ২০২২

নিউজ ডেস্কঃ

দিনাজপুর:- অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে জনতার তোপের মুখে মানবতার ফেরিওয়ালা পল্লী ইসলামী সংস্থা ও মাইফ্রেশ ওয়াটার টেকনোলজীর ব্যবস্থাপনা পরিচালক লিওন চৌধুরী এখন জেল হাজতে।স্থানীয় জন-প্রতিনিধি ও এলাকাবাসীর দেয়া তথ্য অনুসারে জানা গেছে লিওন চৌধুরী ৯ই জুন বৃহঃস্পতিবার সন্ধে ৭টায় দিনাজপুর শহরের রামনগর এলাকার জহুরুল আলম পল্টন এর বাসায় তার মেয়ের সাথে লিওন চৌধুরী অসামাজিক কর্মকান্ডে লিপ্ত থাকায় স্থানীয় এলাকাবাসী তাদের আটক করে সর্ম্পকের কথা জিজ্ঞেস করলে তারা স্বামী-স্ত্রী বলে পরিচয় দেয়।পরে এলাকাবাসী পৌরসভার স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর স্বপন এর উপস্থিতিতে তাদের বৈবাহিক কাগজপত্র দেখাতে বললে দেখাচ্ছি বলে সময় ক্ষেপন করতে থাকে।এলাকাবাসী উত্তেজিত হয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাউন্সিলর প্রশাসনকে খবর দেন।

দিনাজপুর কোতয়ালী থানার মোবাইল ১ এর দায়িত্বে নিয়োজিত এসআই জাহিদ তার সঙ্গীয় ফোর্স ও মোবাইল ২ দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের সাথে নিয়ে এলাকাবাসীর রোসানল থেকে লিওন চৌধুরী ও মেয়েটিকে থানায় নিয়ে আসে।দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোজাফ্ফর হোসেন সাংবাদিককে জানান ঘটনার সত্যতা যাচাই অন্তে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

অপরাধী যেই হোক না কেন কেউ ছাড় পাবে না।তবে বিনা অপরাধে কারও ব্যক্তিগত আক্রসের খেসারত যে কোন নিরাপরাধ ব্যক্তিকে দিতে না হয় সেদিকে খেয়াল রেখেই আমাদের প্রদক্ষেপ গ্রহন করতে হয়।ধৃত দুজনকেই শুক্রবার ১০জুন জেল হাজতে প্রেরণ করা হয়েছে।তাদের বিরুদ্ধে একটি মামলাও দায়ের করা হয়েছে।

IPCS News : Dhaka : আব্দুস সালাম : দিনাজপুর।