সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

র‌্যাব-৫, রাজশাহী কর্তৃক জাল নোট ও ফেন্সিডিলসহ ৩ জন আটক

আপডেটঃ ১২:৫২ অপরাহ্ণ | এপ্রিল ১০, ২০২৩

নিউজ ডেস্কঃ

রাজশাহী:- নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্প মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেছে।গত রোববার দুপুরে পৃথক পৃথক অভিযানে এদের আটক করে।র‌্যাব-৫ রাজশাহী রোববার প্রেস ব্রিফিং এ জানান রাজশাহী জেলার চারঘাট থানার শিবপুর নামক এলাকায় অপারেশন পরিচালনা করে ২০০ বোতল ফেন্সিডিলসহ ওই এলাকার মোঃ বাদল মন্ডলের ছেলে মোঃ বাবলু মন্ডল (৩৫) কে আটক করা হয়েছে।

এছাড়াও বাগমারা থানার ভবানীগঞ্জ এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১ লক্ষ ১ হাজার ৫ শত জাল টাকাসহ বাগমারা থানার গোয়ালপাড়ার আফজাল এর ছেলে মোঃ ইমাম হাসান (২০) ও একুই থানার সূর্য পাড়া (দক্ষিনপাড়া) এলাকার মোঃ সাইফুল ইসলামের ছেলে মোঃ শিহাব আসলাম (২১) কে আটক করা হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানা ও বাগমারা থানায় মাদকদ্রব্য আইনে দুটি পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।

IPCS News : Dhaka : বাবুল : রাজশাহী।