র্যাব-৫ কর্তৃক পৃথক মোবাইল কোর্ট পরিচালনা কারাদন্ডসহ দালাল আটক-১২
আপডেটঃ ১২:৪৩ অপরাহ্ণ | মার্চ ০৯, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- র্যাব-৫ রাজশাহী পৃথক পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানাসহ ১২জন দালাল চক্রকে আটক করেছে।গত বৃহস্প্রতিবার (৭ মার্চ) সকাল ১০টা দুপুর ১টা পর্যন্ত পৃথক পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নগরীর সিপাইপড়ার মৃত আব্দুর রহিমের ছেলে মোঃ জামাল হোসেন (৪০), লক্ষীপুরের মৃত ইব্রাহিম খলিলের ছেলে মোঃ সাবজাল হক (৫২), বহরমপুরের রফিকুল ইসলামের ছেলে মোঃ মোতাসসিম রুপক (৩২), বগুড়ার চঁপাপুর গ্রামের মৃত আব্দুর রশিদ শেখের ছেলে মোঃ রনি শেখ (২৫), সিপাইপাড়ার আবু বক্কর সিদ্দিকের ছেলে মোঃ সজল (৪২), চাঁপাইনবাবগঞ্জের মুরগি ডাঙ্গার আবুল কালাম আজাদের ছেলে মোঃ শাহিন আলম পিয়াস (২৪), সিপাইপাড়ার মৈরুদ্দিন প্রামানিকের ছেলে মোঃ আব্দুল জলিল (৫৫), হোসেনীগঞ্জের নিমরোজ আলীর ছেলে মোঃ রাজন আলী (৩৫), কেশবপুরের মৃত লিটন এর ছেলে মোঃ মুরসালিন (২৪), ডাঁসপুকুরের মৃত হাবিবুর রহমানের ছেলে আহাদ আলী (৩০), কাঠাল বাড়িয়ার মোঃ সামসুদ্দিনের ছেলে মোঃ রয়েল হোসেন অপু (৩২) ও নওগাঁ জেলার আকেজীগঞ্জের আমিরুল ইসলামের ছেলে মোঃ সোহেল রানা (২৪) কে আটক করে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।
এছাড়াও বিভিন্ন অনিয়মের অভিযোগে আল শেফা ডায়াগনস্টিক সেন্টারের মালিক মোঃ ডাবলুকে ৫০ হাজার, রাজশাহী কিডনী ডায়ালাইসিস এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক মোঃ বাচ্চু রহমানকে ২০ হাজার, মেডিকো ডায়াগনস্টিক সেন্টারের মালিক উম্মে মনিরাকে ৩০ হাজার টাকা ও সানবিম হাসপাতাল এন্ড ডায়াগনিস্টিক সেন্টারকে সীলগালা করা হয়েছে বলে র্যাব-৫ রাজশাহীর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মুনীম ফেরদৌস এসজিপি পিএসসি এসি জানান।
IPCS News : Dhaka : বাবুল : রাজশাহী।