সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রেলের সংযোগ ক্লিপ সহ গ্রেফতার ১

আপডেটঃ ৩:১৬ অপরাহ্ণ | এপ্রিল ২৩, ২০২২

নিউজ ডেস্কঃ

দিনাজপুর:- বাংলাদেশ রেলওয়ে দিনজপুর কাউগাঁ এলাকা থেকে ৯০ পিচ টু.আর.সি রেলের সংযোগ ক্লিপ সহ একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে, দিনাজপুর রেলওয়ে থানা জি.আর.পি পুলিশ।মামলা সূত্রে জানা গেছে, কাউগাঁ এলাকার মোবারক হোসেনের পুত্র মোঃ ইসমাইল মুদির দোকানদারির পাশাপাশি রেলওয়ের চোরাইকৃত মালামাল ক্রয় এবং বিক্রয় করে আসছিল।

দিনাজপুর রেলওয়ে থানা জি.আর.পি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় গিয়ে রেলের মালামাল উদ্ধার ও একজন করে থানায় নিয়ে আসে।দিনাজপুর রেলওয়ে থানা জি.আর.পি ওসি অফিসার ইনচার্জ মোঃ এরশাদুল হক ভ‚ইয়া জানান, মোঃ ইসমাইল সহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে।মামলা নং- ০৩- তাং-২৩/০৪/২০২২।

IPCS News : Dhaka : আব্দুস সালাম : দিনাজপুর