রেলের নতুন মহাপরিচালক আফজাল হোসেন
আপডেটঃ ১০:৫০ পূর্বাহ্ণ | নভেম্বর ৩০, ২০২৪
নিউজ ডেস্কঃ
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আফজাল হোসেন। তিনি পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। রেলপথ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।
২৮ নভেম্বর বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে রেলপথ মন্ত্রণালয়ের উপসচিব উজ্জ্বল কুমার ঘোষের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বর্তমান মহাপরিচালক সরদার সাহাদাত আলীকে সরিয়ে নতুন মহাপরিচালককে দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়। বর্তমানে রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) আফজাল হোসেন আগামী ৮ ডিসেম্বর থেকে রেলওয়ের মহাপরিচালক হিসেবে তাঁর কর্মদায়িত্বের মেয়াদ শুরু করবেন।
IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ।