রেলপথে ফাটল, নজরদারির অভাবে ঝুঁকিপূর্ণ ট্রেন চলাচল রাজশাহীতে
আপডেটঃ ১১:৫৯ পূর্বাহ্ণ | এপ্রিল ১৩, ২০২৫

নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহীর মোহনপুর রেলক্রসিং এলাকায় ভাঙা রেললাইনের ওপর দিয়ে ভোর থেকে ট্রেন চলাচল করছে।১৩ এপ্রিল রোববার ভোররাতে পবা উপজেলার এই অংশে ভাঙা রেললাইন দিয়ে বনলতা, চিলাহাটি এক্সপ্রেস এবং সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন চলাচল করেছে, যা বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি করেছে।
স্থানীয়রা জানায়, ভাঙা লাইনের বিষয়টি তারা রেল কর্তৃপক্ষকে জানানোর পর সকাল ৮টার দিকে রেলের কর্মীরা এসে মেরামতের কাজ শুরু করেন। তবে তার আগেই কয়েকটি ট্রেন ঝুঁকি নিয়েই ওই লাইন অতিক্রম করে গেছে।এর আগেও একই স্থানে রেললাইন ভেঙেছিল, যা তখন মেরামত করা হয়েছিল। কিন্তু পুনরায় একই জায়গায় ফাটল দেখা দেওয়ায় রেলপথ রক্ষণাবেক্ষণের দুর্বলতা আবারও সামনে চলে এসেছে।এ বিষয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী (পথ) প্রকৌশলী আহসান হাবিব বলেন, “বিষয়টি আমি জানি, এটি মারাত্মক কোনো ঘটনা নয়।সামান্য ফাটলে ট্রেন চলাচলে সমস্যা নাই।”তবে স্থানীয়রা এবং রেল সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, আহসান হাবিব দায়িত্ব নেওয়ার পর থেকে তার অধীনে থাকা এলাকায় রেললাইন রক্ষণাবেক্ষণে গাফিলতি বাড়ছে।
অভিযোগ রয়েছে, তিনি সরজমিনে উপস্থিত না থেকেও টিএ/ডিএ বিল উত্তোলন করেন, মাসের পর মাস অনুপস্থিত কর্মীদের হাজিরা দেন এবং টাকার বিনিময়ে ওয়েম্যানদের ছুটি অনুমোদন করেন।রেললাইনের নষ্ট বা চুরি যাওয়া ক্লিপগুলো পুনঃস্থাপন না করায় প্রতিদিন ঝুঁকি নিয়ে ট্রেন চলতে হচ্ছে। অথচ বিষয়গুলোতে কোনো তদারকি নেই।রাজশাহী সেকশনে প্রতিদিন বহু আন্তঃনগর, মেইল ও লোকাল ট্রেন চলাচল করে। এই গুরুত্বপূর্ণ সেকশনের নিরাপত্তা নিয়ে কর্তৃপক্ষের গাফিলতিতে স্থানীয়দের মাঝে উদ্বেগ বাড়ছে।
স্থানীয়দের দাবি, দায়িত্বহীন প্রকৌশলীকে দ্রুত বদলি করে একজন যোগ্য ও দায়িত্ববান কর্মকর্তাকে নিয়োগ দিতে হবে। না হলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার দায়ভার রেল কর্তৃপক্ষকেই নিতে হবে।
IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।