শনিবার ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রেলওয়ে অফিসে শ্রমিকের আত্মহত্যার চেষ্টা

আপডেটঃ ২:৫০ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ২২, ২০২৫

নিউজ ডেস্কঃ

দিনাজপুর:- দিনাজপুর রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী (এ.ই.এন) নারায়ণ প্রসাদ সরকারের বিরুদ্ধে শ্রমিক ছাঁটাই ও অনিয়মের অভিযোগ উঠেছে।এ অভিযোগের পরিপ্রেক্ষিতে চাকরি হারিয়ে হতাশ হয়ে মো.শহিদুল ইসলাম নামে এক শ্রমিক শুক্রবার (২১ ফেব্রয়ারি ২০২৫) এ.ই.এন কার্যালয় অফিসে গিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।মো. শহিদুল ইসলাম পঞ্চগড় জেলার ৪ নং পামুলি ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের মাঝাডবা গ্রামের মৃত সুলতান আলীর পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে শহিদুল ইসলাম কার্যালয়ের ভেতরে এই.ই.এন অফিসে নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেন।তবে অফিসের স্টাফরা দ্রত তাকে থামিয়ে দেন।মো.শহিদুল ইসলাম অভিযোগ করেন, গত ২০২৪ সালের ১৯ ফেব্রয়ারি অন্যায়ভাবে আমাকে বরখাস্ত করা হয়েছে।গত ১৩ মাস ধরে চাকরি ছাড়াই কষ্টে দিন কাটাচ্ছি। এ.ই.এন নারায়ণ প্রসাদ নিয়মবহির্ভূতভাবে শ্রমিক ছাঁটাই ও নিয়োগ করছেন।আমি আর সহ্য করতে না পেরে আত্মহত্যার চেষ্টা করেছি।

এ বিষয়ে এ.ই.এন নারায়ণ প্রসাদ জানান, ঘটনার সময় অফিসের কর্মীরা তাকে থামিয়ে দেন এবং পানি ঢেলে শান্ত করেন।তিনি আরও বলেন, শহিদুলের বিরুদ্ধে নৈতিক ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ছিল, তাই আমি তাকে বরখাস্ত করেছি।বাংলাদেশ রেলওয়ে আইন অনুযায়ী, দিনাজপুর এ.ই.এন-এর যেকোনো সিদ্ধান্ত নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন।কিন্তু অভিযোগ রয়েছে, এই নিয়ম উপেক্ষা করে তিনি এককভাবে শ্রমিক ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

এ বিষয়ে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মন্তব্য জানতে যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

IPCS News : Dhaka : আব্দুস সালাম : দিনাজপুর।