রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের রমজান ফুড পার্সেল বিতরণ
আপডেটঃ ৮:১২ অপরাহ্ণ | এপ্রিল ১৬, ২০২৩
নিউজ ডেস্কঃ
প্রেস বিজ্ঞপ্তি:- বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিটের আয়োজনে ৯টি উপজেলার ২৫০ জন অসহায় মানুষের মাঝে রমজান ফুড পার্সেল বিতরণ করা হয়েছে।রোববার (১৬ এপ্রিল) সকালে জেলা পরিষদ কার্যালয়ে অনুুষ্ঠিত রমজান ফুড পার্সেল বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিট এবং জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল অসহায় মানুষের হাতে এই রমজান ফুড পার্সেল তুলেদেন।এসময় প্রধান অতিথি বলেন, কাতার রেড ক্রিসেন্ট এর সহযোগিতায় রমজান ফুড পার্সেল নিয়ে আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে রেড ক্রিসেন্ট জেলা ইউনিট।জেলা ইউনিট সব সময় অসহায় মানুষদের জন্য কাজ করে।
তাই এরই ধারাবাহিকতায় রেড ক্রিসেন্ট জেলা ইউনিট অসহায় মানুষদের মাঝে রমজান ফুড পার্সেল বিতরণের আয়োজন করেছে।আমরা সুযোগ পেলে আবারো আপনাদের পাশে থাকার চেষ্টা করবো।ফুড পার্সেল বিতরণের পূর্বে বিশেষ দোয়া পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু।
ফুড পার্সেল বিতরণকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিট সেক্রেটারী আবু সালেহ্ , বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিটের ইউনিট লেভেল অফিসার এসএম তৌকির আহমেদ ও যুব প্রধান সোলাইমান রকি সহ অন্যান্য সদস্যবৃন্দ।
উল্লেখ্য, রমজান পার্সেলে ১৫ কেজি চাউল, ২ কেজি মসুর ডাল, ২ লিটার সোয়াবিন তেল, ২ কেজি চিনি, ১ কেজি লবন, ১ কেজি সুজি, ১ কেজি ছোলা, ২০০ গ্রাম মরিচের গুড়া, ২০০ গ্রাম হলুদের গুড়া ও ২০০ গ্রাম জিরা গুড়া।
IPCS News : Dhaka : কবীর তুহিন : রাজশাহী।