রুয়েটে শেখ রাসেলের জন্মদিন উদযাপন
আপডেটঃ ২:১৬ অপরাহ্ণ | অক্টোবর ১৯, ২০২১
নিউজ ডেস্কঃ
জাতির পিতা শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেলের ৫৮ তম দিন। এই দিবসটি উপলক্ষে গত সোমবার (১৮ সেপ্টেম্বর) বাদ জোহর রুয়েট কেন্দ্রীয় জামে মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ শেখ রাসেল সহ ‘৭৫ এর ১৫ আগস্ট নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন রুয়েট ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সেখ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ সেলিম হোসেন, পরিচালক ছাত্রকল্যাণ প্রফেসর ড. মোঃ রবিউল আওয়াল, উপ-পরিচালক ছাত্রকল্যাণ মোঃ মামুনুর রশীদ ও আবু সাঈদ, বিভাগীয় শাখা প্রধানবৃন্দ সহ প্রমুখ। দোয়া পরিচালনা করেন রুয়েট কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ঈমাম মোঃ নাজমুল আলম।
IPCS News : Dhaka. জি এম হাসান ই-সালাম বাবুল : রাজশাহী।