রুয়েটে ভাইস-চ্যান্সেলর নিয়োগের দাবীতে মানববন্ধন
আপডেটঃ ১২:৪৩ অপরাহ্ণ | জুন ১১, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট)-এ পূর্নাঙ্গ ভাইস-চ্যান্সেলর নিয়োগের দাবীতে শিক্ষক সমিতি মানববন্ধন করেছে।গতকাল শনিবার (১০ জুন) রুয়েট প্রধান ফটকের সামনে শিক্ষক সমিতির উদ্যোগে বেলা ১২ টায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।এই মানববন্ধন কর্মসূচিতে একাত্মতা পোষণ করে রুয়েট কর্মকর্তা, কর্মচারী সমিতিসহ রুয়েটের সাধারণ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন রুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. ফারুক হোসেন।কর্মসূচিতে বক্তব্য রাখেন-শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রবিউল আওয়াল, কর্মকর্তা সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. রোকনুজ্জামান রোকন ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার ঘোষ, কর্মচারী সমিতির নেতা কৌশক কুমার ঘোষ, রুয়েটের ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. মিফতাহুল জান্নাত।মানববন্ধনটি সঞ্চালনা করেন মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (এমটিই) বিভাগের প্রভাষক সারাফাত হোসেন অভি।
মানববন্ধনে রুয়েটের ইন্ডাষ্ট্রিয়াল এন্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন, আরবান এন্ড রিজিওন্যাল প্ল্যানিং (ইউআরপি) বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. কামরুজ্জামান রিপন, ম্যাটেরিয়ালস সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (এমএসসি) বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. শাহেদ হাসান খান তুষার, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (এমটিই) বিভাগের বিভাগীয় প্রধান ড. সজল কুমার দাস, কেমিক্যাল এন্ড ফুড প্রসেস ইঞ্জিনিয়ারিং (সিএফপিই) বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ নূরুর রহমান, গণিত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাসান সহ বিভিন্ন দপ্তর, বিভাগ, শাখা প্রধানগন উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা- রুয়েটের একাডেমিক ও প্রশাসনিক স্থবিরতা কাটাতে এবং ক্যাম্পাসের নিরাপত্তা ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে অনতি বিলম্বে পূর্নাঙ্গ ভাইস-চ্যান্সেলর নিয়োগের জোর দাবী জানান ।
IPCS News : Dhaka : বাবুল : রাজশাহী।