রুয়েটে বাজেট ব্যবস্থাপনা কমিটির ৫৩ তম সভা অনুষ্ঠিত
আপডেটঃ ১১:৩৯ পূর্বাহ্ণ | আগস্ট ২৪, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) নব-নিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে গতকাল বুধবার(২৩ জুলাই) কনফারেন্স রুমে সকাল সাড়ে ৯ টায় বাজেট ব্যবস্থাপনা কমিটির (বিএমসি) ৫৩তম (২০২৩-২৪ অর্থ বছরের) ১ম সভা অনুষ্ঠিত হয়।এ সময় রুয়েটের রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. সেলিম হোসেন, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মিয়া মো. জগলুল সাদত, অর্থ ও হিসাব শাখার কম্পট্রোলার নাজিমউদ্দীন আহম্মদ, প্রধান প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন, অর্থ ও হিসাব শাখার অতিরিক্ত পরিচালক শেখ মো. ফয়ছাল আরেফিন উপস্থিত ছিলেন।সভায় ৩০ জুন ২০২৩ তারিখে ২০২২-২৩ অর্থ বছরে রুয়েটের প্রাপ্তি ও পরিশোধের বিষয়ে নব- নিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমকে বিস্তারিত অবহিত করা হয়।
এছাড়াও রুয়েটের রাজস্ব খাতে ২০২৩-২৪ অর্থ বছরে ইউজিসি কর্তৃক বরাদ্দকৃত বাজেট ও ২০২৩-২৪ অর্থ বছরের রাজস্ব বাজেটে ইউজিসি কর্তৃক উল্লেখযোগ্য বরাদ্দসমূহের বিপরীতে সংশ্লিষ্ট দপ্তরকে অবহিতকরণ ও দ্রুত প্রয়োজনীয় কার্যব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহিত হয়।এছাড়াও বেলা ১১টায় গবেষণা সম্পর্কিত গবেষণা মূল্যায়ন কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।
এ সময় রুয়েটের গবেষণা ও সম্প্রারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. ফারুক হোসেন, গণিত বিভাগের অধ্যাপক ড. মো. শামছুল আলম, যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম, পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. এস.এম জহুরুল ইসলাম, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ড. মো. মাসুদ রানা, অর্থ ও হিসাব শাখার কম্পট্রোলার নাজিমউদ্দীন আহম্মদ, প্রধান প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন উপস্থিত ছিলেন।
IPCS News : Dhaka : বাবুল : রাজশাহী।