সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রুয়েটের বাস চালক হত্যা মামলার রায়, ৪ জনের যাবজ্জীবন

আপডেটঃ ১:৩৯ অপরাহ্ণ | সেপ্টেম্বর ০৮, ২০২১

নিউজ ডেস্কঃ

রাজশাহী প্রতিনিধি:-রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) বাস চালক আব্দুস সালম (৫৫) হত্যাকাণ্ডের ঘটনায় চার আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।বুধবার (৮ সেপ্টম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী দ্রুত বিচার টাইব্যুনালের বিচারক অনুপ কুমার এই রায় দেন।রায় ঘোষণার সময় চার আসামি কাটগড়ায় ছিলেন।দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-রাজশাহী নগরীর মতিহার থানার বাজেকাজলা মহল্লার সিরাজুল ইসলামের ছেলে সাব্বির হোসেন, একই এলাকার ভাড়াটিয়া দিলদার আলীর ছেলে নূর নবী হোসেন ওরফে হৃদয়, কাজলা বিলপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে সানোয়ার হোসেন ওরফে সাইমুন ওরফে এসএম সায়েম এবং কাজলার মৃত ইসহাক আলীর ছেলে সোহেল রানা ওরফে সোহেল।এছাড়া এই হত্যামামলার অপর দুই আসামি প্রাপ্ত বয়স না হওয়ার তাদের মামলাটি নারী ও শিশু নির্যাতন আদালতে চলমান রয়েছে।

ওই দুই আসামি হলেন-ফয়সাল আহম্মেদ শিফাত ও শিমুল ওরফে পশাল।মামলার বাদি আব্দুস সালামের ছেলে পশাল জানান, আমাদের প্রত্যাশা ছিলো সর্বোচ্চ শাস্তির।কিন্তু আদালত যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে।আমরা এই রায়ে পুরোপুরি সন্তষ্ট নয়।

এই মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন, এন্তাজুল হক বাবু।তিনি বলেন, এই মামলায় ২৫ জনের স্বাক্ষ্যগ্রহণ করা হয়।এছাড়াও আসামি পক্ষের আইনজীবী ছিলেন আবু বক্কর।

প্রসঙ্গত, ২০১৮ সালের ২৪ এপ্রিল রুয়েটের দেশরত্ন শেখ হাসিনা হলের সামনে আব্দুস সালাককে কুপিয়ে হত্যা করা হয়।হত্যাকাণ্ডের পরের দিন আব্দুস সালামের ছেলে পলাশ বাদি হয়ে নগরের মতিহার থানায় অজ্ঞাত নামা মামলা দায়ের করেন।

মামার চারদিন পরে শিমুল ওরফে পলাশকে গ্রেফতার করে পুলিশ।এরপরে খুলতে থাকে মামলার জট।

IPCS News Report : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী্।