সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাসূল (সা.) ও উম্মুল মুমিনীন আয়েশা (রা) সম্পর্কে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে, জনতার বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আপডেটঃ ১০:২১ অপরাহ্ণ | জুন ১১, ২০২২

নিউজ ডেস্কঃ

দিনাজপুর;- ভারতে বিজেপির মুখপাত্র কর্তৃক রাসূলুল্লাহ (সা.) এবং উম্মুল মুমিনীন আয়েশা (রা) এর শানে চরম অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে তৌহিদী জনতার বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১০ জুন) বাদ জুমা দিনাজপুর ইনস্টিটিউট মাঠ হতে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের লিলির মোড়, স্টেশন, পৌরসভা মোড়, জেনারেল হাসপাতাল মোড়, মুন্সিপাড়া, মডার্ন মোড় হয়ে পুনরায় দিনাজপুর ইনস্টিটিউট মাঠে এসে শেষ হয়।মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ’র কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব, দিনাজপুর জেলা শাখার সভাপতি ও ইসলামী আন্দোলন জেলা শাখার উপদেষ্টা বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ¦ মাওলানা মতিউর রহমান কাসেমী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুরের বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি শোয়াইব আহমদ, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আবুল হোসেন, ইসলামী ছাত্র আন্দোলন দিনাজপুর জেলা শাখার সভাপতি মাহদী ইমাম প্রমূখ।সমাবেশে বক্তারা বলেন, নবী রাসুলের (সা.) অবমাননাকারীদের দাঁত ভাঙ্গা জবাব দেয়া হবে।

বক্তারা বিশ্বনবী রাসূল (সা.) ও উম্মুল মুমিনীন আয়েশা (রা) সম্পর্কে চরম অবমাননাকর মন্তব্যের জন্য ভারতকে ক্ষমা চাওয়ার আহবান জানান।পাশাপাশি ভারতের পণ্য বয়কট করার দেশবাসি তথা বিশ্¦বাসির প্রতি আহবান জানান বক্তারা।মিছিলে ভারতের পণ্য-বয়কট কর, বিশ^ নবীর অপমান-সইবে না আর মুসলমানসহ বিভিন শ্লোগান দেয়া।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনাজপুর জেলা শাখার সভাপতি আলহাজ¦ মাওলানা সোহরাব হোসাইন, সাধারণ সম্পাদক মুফতি মোহাম্মদ খাইরুজ্জামান, দিনাজপুরের বিশিষ্ট আলেম মুফতি মোঃ আব্দুর রউফ, ইসলামী যুব আন্দোলন জেলা শাখার সভাপতি মাওলানা আলম হোসেন, ইসলামী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় শুরা সদস্য মোঃ আজিজুল হক, দিনাজপুর জেলা আইনজীবী সমিতির ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ¦ মোঃ মিজানুর রহমান, জমিয়তে ওলামায়ে ইসলাম জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা সোহরাব হোসেন কাসেমীসহ দিনাজপুর শহরের বিভিন্ন মসজিদের ইমাম, মোয়াজ্জিন, মুসল্লি, শহরের বিভিন্ন মাদ্রাসার ছাত্র-শিক্ষকসহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহন করে।

IPCS News : Dhaka : আব্দুস সালাম : দিনাজপুর।