রাসিককে ৩০ হাজার মাস্ক দিয়েছে রোটারি ক্লাব অব পদ্মা
আপডেটঃ ২:৫০ অপরাহ্ণ | নভেম্বর ১৫, ২০২১
নিউজ ডেস্কঃ
রোটারি ক্লাব অব পদ্মা, রাজশাহীর উদ্যোগে রাজশাহী সিটি কর্পোরেশনকে ৩০ হাজার মাস্ক প্রদান করা হয়েছে।গতকল রোববার (১৪ নভেম্বর) দুপুরে নগর ভবনে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের নিকট মাস্ক হস্তান্তর করেন রোটারি ক্লাব অব পদ্মা, রাজশাহীর রোটারিয়ানবৃন্দ।স্বাস্থ্যবিধি মেনে চলতে সকলকে মাস্ক ব্যবহারে উৎসাহিত করতে মাস্ক বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে ক্লাবটি।এ সময় রোটারি ক্লাব অব পদ্মা রাজশাহীর প্রেসিডেন্ট আরিফ হোসেন, সদস্য এম.এ মান্নান, ডাঃ ডিএম জহুরুল ইসলাম, আব্দুর রব জোয়ার্দার, সাইফুল ইসলাম, অনু চৌধুরী, নাসির উদ্দিন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।উল্লেখ্য, রোটারী ডিস্টিক ৩২৮১ এর আয়োজনে আমেরিকার রসি ফাউন্ডেশনের ডিস্টিক গভর্নর ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী, আরআই প্রেসিডেন্ট শেখর মেহতা এর পক্ষ থেকে এ মাস্ক প্রদান করা হয়েছে।
IPCS News : Dhaka : বাবুল : রাজশাহী।