সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রামেকে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ২

আপডেটঃ ১২:৫৯ অপরাহ্ণ | নভেম্বর ০৩, ২০২১

নিউজ ডেস্কঃ

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে।মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাঁদের মৃত্যু হয়।রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃত দুজনের মধ্যে একজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ, অন্যজন নওগাঁর বাসিন্দা।দুজনেই করোনার উপসর্গে ভুগছিলেন।মৃত দুজনের মধ্যে একজন পুরুষ এবং একজন নারী।গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৭ জন।ছাড়পত্র পেয়েছেন ৬ জন।বুধবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ৪৬জন হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যা ১৯২টি।আগের দিন মঙ্গলবার রাজশাহী জেলার মোট ২০৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।এতে ৬ জনের করোনা পজিটিভ হয়েছে।নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের ২ দশমিক ৯১ শতাংশ।

IPCS News : Dhaka : বাবুল : রাজশাহী।