সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের চৌকস, স্মার্ট ও মানবিক পুলিশ অফিসার, ইউসুফ আলী।

আপডেটঃ ২:০০ অপরাহ্ণ | মে ০৬, ২০২৩

নিউজ ডেস্কঃ

নরসিংদী:-নরসিংদী জেলার মনোহরদী থানার অন্তগত, রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের, বাংলাদেশ পুলিশ বাহিনির উজ্জ্বল নক্ষত্র, জনাব মোঃ ইউসুফ আলী (ওসি তদন্ত রামপুর পুলিশ তদন্ত কেন্দ্র)।সুদর্শন, স্মার্ট, তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন ইনচার্জ, মোঃ ইউসুফ আলী সাহেবের সাফল্য অর্জন তুলে ধরলে পাওয়া যায়, অনেক আদর্শের উজ্জ্বল আলোক বার্তা।অপরাধ মুক্ত সমাজ ব্যবস্থা বাস্তবায়নে, পুলিশ ও সাধারণ মানুষের মাঝে সুন্দর পরিবেশ তৈরি করেছেন।এবং তিনি জন সাধারণের সেবা ও সঠিক ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।তিনি একজন,ন্যায় নিতির পথ প্রদর্শক, নিষ্ঠাবান, পুলিশ অফিসার, জনাব ইউসুফ আলী।পুলিশ জনতা,জনতাই পুলিশ এই প্রতিপাদ্যের সার্থকতা ও সফলতার দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন তিনি।তিনি রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রে, যোগদান করার পর থেকেই, অত্র এলাকার বিভিন্ন অপরাধের বিরুদ্ধে সততার সাথে অভিযান চালিয়ে যাচ্ছেন।

তিনি বলেন, সমাজ কে অপরাধ মুক্ত করতে হলে আগে, মাদক, ইভটিজিং, ও জোয়া, দুর করতে হবে, তা না হলে সমাজে বিভিন্ন প্রকার অপরাধ বেড়েই চলবে।তবে তিনি রামুপুর পুলিশ তদন্ত কেন্দ্রে দায়িত্ব নেওয়ার পর থেকে, অত্র এলাকায় এপর্যন্ত অনেক মাদক সেবনকারী মাদক কারবারী চোর ডকাত সহ বিভিন্ন অপরাধীদের কে আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা নিয়েছেন।

বর্তমানে অত্র এলাকায় অপরাধ মুলক কর্মকান্ড শুন্যের কোঠায় নেমে এসেছে।তারই ধারাবাহিকতায় অত্র এলাকার সকল জনগনের ভালবাসায় সিক্ত হলেন।তিনি এর আগে বিভিন্ন থানায় অত্যান্ত সততার সাথে দায়িত্ব পালন করে এসেছেন।তিনি এমন একজন অফিসার অন্যায় কাজকে কখনো প্রশ্রয় দেননি।তাই তিনি ঊর্ধ্বতন কর্মকর্তা কর্তৃক বিভিন্ন সফলতার সনদে ভূষিত হয়েছেন।

যে কোন জায়গায় কোন ঘটনা ঘটলে বা ফোন আসলে তিনি নিজেই দ্রুততার সাথে ঘটনা স্থলে পৌছে যান।এবং রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রে জন সাধারণ কোন সমস্যা নিয়ে আসিলে তিনি অত্যন্ত আন্তরিকতার সাথে অতি দ্রুত সমস্যার সমাধান করে দেন।জনতার দাবী এমনই একজন পুলিশ অফিসারের দরকার।তাই আমাদের করনীয় হচ্ছে বিভিন্ন প্রকার অপরাধ মুলক তথ্য দিয়ে পুলিশ কে সহযোগিতা করা।

তিনি তার সেবার মান উন্নত রাখার কল্পে রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের, চৌকস সাহসী পুলিশ অফিসারদের কে নিয়ে স্পেশাল টীম গঠন করে অভিযান অব্যাহত রাখেন।ইতি মধ্যে তিনি, সি আর মামলা সহ অন্যন্য মামলার, সাজা প্রাপ্ত পলাতক ওয়ারেন্ট ভুক্ত আসামীদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন।তাহার ব্যাবহার আচরণে সকল মানুষ কর্তৃক সু-প্রশংসিত।

IPCS News : Dhaka : মোঃ তাজুল ইসলাম বাদল : নরসিংদী।