সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাবি চারুকলা বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী রাতুল উদ্ধার ও ৫জন আটক

আপডেটঃ ৯:২৫ অপরাহ্ণ | জানুয়ারি ০৭, ২০২৩

নিউজ ডেস্কঃ

রাজশাহী:- রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) চারুকলার ৪র্থ বর্ষের শিক্ষার্থী রাতুলকে উদ্ধারসহ ৫ অপহারনকারীকে আটক করেছে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।ঘটনা সূত্রে জানা যায় রাজশাহী জেলা গোদাগাড়ী থানার চান্দলাই গ্রামের মৃত অসীম কুমার বর্মনের ছেলে রাতুল কুমার আসামী পবন সরকারের মোবাইল ফোনে পরিচয় ঘটে।সেই সুত্রে গত ৬ জানুয়ারী সন্ধ্যা ৭টায় পবন মোবাইল ফোনে রাতুলকে কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম কোর্ট স্টেশন মোড়ের জামিল চত্বরে আসতে বললে সে সেখানে গিয়ে তার ছোট ভাই দিবাকর বর্মনকে মেসে থাকার বিষয়ে কথা বলে চলে যেতে চাইলে পবনের সহযোগি দাউদ ইব্রাহীম ও পলাশ তাকে অপহরন করে হড়গ্রাম বাজারে আসামী দাউদ ইব্রাহীমের একতলা বাসার নিচতলায় একটি রুমে আটকে রেখে মারধর শুরু করে ও রাত ৯টায় তারা রাতুলের মোবাইল ফোন থেকে তার মায়ের নিকট পুলিশ পরিচয় দিয়ে ৪০ হাজার ঠাকা মুক্তিপন দাবী করে ফলে রাতুলের মা বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা পাঠায়।

আসামীরা বাকী টাকার জন্য রাতুলকে মেরে জখম করে।রাতুল তাদের সাথে লড়াই করে এক পর্যায়ে ঘরের বাইরে এসে চিৎকার শুরু করে।আসামীরা বাইরে থেকে আবার ধরে নিয়ে ঘরে আটকে মারপিট করতে থাকে।

গোপন সংবাদ পেয়ে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ(ওসি) ও এসআই জীবন সঙ্গীও ফোর্স নিয়ে গত শুক্রবার দিনগত রাত ১০ টায় ঘটনা স্থলে গিয়ে ৫ অপহারনকারীদের আটক করে ও রাতুলকে উদ্ধার করে প্রাথমিক চিকিসার ব্যবস্থা করে পুলিশ।

আটককৃতরা হলেন যথাক্রমে নগরীর বোয়ালিয়া মডেল থানার রানীনগর হিন্দু পাড়ার শী ইন্দ্রজিৎ সরকারের ছেলে পবন সরকার উদয় (১৯), কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম পালপাড়ার শ্রী হরেন্দ্রনাথ পালের ছেলে প্রবীণ পাল রুদ্র (২০), একুই এলাকার মোঃ শামসুর রহমান বাদলের ছেলে ওয়াহিদুর রহমান নূর (২০), রাজপাড়া থানার হড়গ্রাম বাজার এলাকার মৃত সাইদুল ইসলামের ছেলে মোঃ দাউদ ইব্রাহমি সাফি (২২) ও একুই এলাকার মৃত সুরে জামাল শেখের ছেলে মোঃ পলাশ কবির (২৬)।

আটককৃতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে ওই ইনচার্জ জানান।

IPCS News : Dhaka : বাবুল : রাজশাহী।