সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাবির বিজয় দিবসের নোটিশে লেখা ’‘স্বাধীনতা-দিবস’’!

আপডেটঃ ৩:০৪ অপরাহ্ণ | ডিসেম্বর ২০, ২০২১

নিউজ ডেস্কঃ

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস।নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন।তবে দিবস টিকে মহান ‘স্বাধীনতা দিবস’ উল্লেখ করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ব-বিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রশাসন।বিজ্ঞপ্তিটি সামাজিক যোগাযোগ-মাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে নানা আলোচনা-সমালোচনা দেখা দেয়।বিজ্ঞাপ্তিতে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সকল আবাসিক ছাত্রের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৬ ডিসেম্বর মহান “স্বাধীনতা দিবস’’ ২০২১ উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় অনুষ্ঠান-মালার অংশ হিসেবে ১৬.১২.২১ তারিখ বৃহস্পতিবার সকাল ৭টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যূরালে এবং সকাল ৭.০৫ মিনিটে শহীদ মিনারে পুষ্প-স্তবক অর্পণ করা হবে।এ বিষয়ে বিশ্ব-বিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন বলেন, এই সময়ে এমন ভুল মোটেও ঠিক নয়।

নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ব-বিদ্যালয়ের আরেকজন সিনিয়র অধ্যাপক বলেন, এই বছর এমন ভুল মোটেও ঠিক নয়।এ সব বিষয়ে আরও বেশি সতর্ক হওয়ার জরুরি দায়িত্ব প্রাপ্তদের।ইতিহাস বিভাগের ইশতিয়াক আহমেদ নামে এক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে এ ধরনের ভুল একেবারেই অপ্রত্যাশিত।

বিজ্ঞপ্তিটি যে লিখেছে প্রথমতঃ এটি তার ভুল।দ্বিতীয়তঃ বিজ্ঞপ্তির নিচে প্রাধ্যক্ষের স্বাক্ষর রয়েছে, যেটির অর্থ তার দায়িত্ব-হীনতা।এ বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ রওশন জাহিদ বলেন, এমনটি কিভাবে হয়েছে বুঝতে পারছি না।তবে এটির বিষয়ে খোঁজ নিচ্ছি।

 IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।