রাবিতে ভর্তিযুদ্ধ শুরু : প্রতি আসনে লড়াই ৪৫ জনের
আপডেটঃ ২:১৩ অপরাহ্ণ | মে ৩০, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষা-বর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তিযুদ্ধ শুরু হয়েছে।সোমবার (২৯ মে) সকাল ৯টায় ‘সি’ ইউনিটের প্রথম শিফট পরীক্ষার মধ্যদিয়ে শুরু হয় ভর্তি পরীক্ষা।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ‘সি’ ইউনিটে চূড়ান্ত আবেদন জমা পড়েছিল ৭৫ হাজার ৮৫০টি। এ হিসাব অনুযায়ী ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়াই করছে প্রায় ৪৫ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই বিভিন্ন স্থান হতে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা বিশ্ববিদ্যালয়ে আসতে শুরু করেন।ভর্তিচ্ছু শিক্ষার্থী আর অবিভাবকদের পদচারণায় মুখরিত হয়ে উঠে ক্যাম্পাস ও আশপাশের এলাকা।এছাড়া কেউ কেউ বন্ধুদের সঙ্গে দলবেঁধে, কেউ বাবা-মায়ের সঙ্গে, কেউবা নিজে নিজে এসে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করছেন।বশির মোল্লা নামের ভর্তিচ্ছু একটা শিক্ষার্থী বলেন, নির্ঘুম রাত পার করে অনেক কষ্টে চট্টগ্রাম থেকে রাজশাহীতে পরীক্ষা দিতে এসেছি।
একটু বিশ্রামেরও সুযোগ পাইনি, দেখা যাক কি হয়।নার্গিস বেগম (৫৫) নামের এক অভিভাবক বলেন, পরিবারে আর কেউ না থাকায় মেয়েকে নিয়ে পরীক্ষার হলে এসেছি, পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত এখানে অপেক্ষা করব।ক্যাম্পাসের পরিবেশ নিরিবিলি আছে, তবে বসার জন্য কতৃপক্ষ আরেকটু ব্যবস্থা থাকলে ভালো হতো।
প্রসঙ্গত, ‘এ’ ইউনিটের পরীক্ষা হবে ৩০ মে এবং ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩১ মে।ভর্তি পরীক্ষায় তিন হাজার নয়শত ত্রিশটি আসনের বিপরীতে এবার তিন ইউনিট মিলিয়ে কোটাসহ চূড়ান্ত আবেদন জমা পড়েছে মোট এক লাখ ৭৮ হাজার ৫৭৪টি।এর মধ্যে ‘এ’ ইউনিটে ৭২ হাজার ৫০টি, ‘বি’ ইউনিটে ৩০ হাজার ৬৭৪টি।
প্রতি ইউনিটে চার শিফট করে মোট ১২ টা শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে।প্রতিটি ইউনিটের পরীক্ষা প্রতিদিন সকাল ৯টা থেকে ১০টা, বেলা ১১ টা থেকে দুপুর ১২টা, দুপুর ১টা থেকে বেলা ২টা এবং বেলা সাড়ে ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।১০০ নম্বরে এক ঘণ্টার পরীক্ষায় বহুনির্বাচনি প্রশ্ন থাকবে ৮০টি।এতে প্রতি ৪টি ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা যাবে পরীক্ষার্থীদের।
IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।