সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাবিতে চার দিন ব্যাপি অমর একুশে গ্রন্থ উৎসব শুরু

আপডেটঃ ৫:৩৫ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ১৮, ২০২৩

নিউজ ডেস্কঃ

রাজশাহী:- রাজশাহী বিশ্ববিদ্যায়ে চার দিন ব্যাপি ‘অমর একুশে গ্রন্থ কুটির উৎসব শুরু হয়েছে।সায়েন্স ক্লাবের আয়োজনে “তারুণ্যের ভাবনার পরিধি বাড়াই, প্রান্তিক শিশুদের পাশে দাঁড়াই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (১৮ ফেব্রুয়ারি) শহিদ এম. মনসুর আলী প্রশাসনিক ভবন চত্বরে নবজাগরণ ফাউন্ডেশনের উদ্যোগে শুরু হয় এই উৎসব।গ্রস্থ উৎসবের উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম সাব্বির সাত্তার।গ্রন্থ উৎসবটি চলবে ২২ শে ফেব্রুয়ারি পর্যন্ত।স্টোলগুলো প্রতিদিন সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা থাকবে।মেলায় স্টল দেওয়া হাসান হাওলাদার বলেন, এবারের মেলা বড় পরিসরে করা হয়েছে।পাঠকদের কথা চিন্তা করে এখানে সব ধরনের বই পাওয়া যাচ্ছে।আশা করা যায় এবারের মেলায় পাঠক ও লেককদের মিলন মেলায় পরিণত হবে।মেলায় বই কিনতে আসা ক্রেতারা জানান, আজ মেলার প্রথম দিন।স্টল ঘুরে বই দেখছি।

পছন্দের লেখকদের বই পাওয়া যাচ্ছে।বিজ্ঞান ভিত্তিক বই আমাদের পছন্দ সেগুলোও পাওয়া যাচ্ছে।মেলার আরোদিন আছে ঘুরে ঘুরে পছন্দমত বই কিনবো বলে জানান তারা।রাজশাহী বিশ্ববিশ্ববিদ্যালয়ের সায়েন্স ক্লাবের সভাপতি আবিদ হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের একাডেমির বইয়ের বাইরে বইয়ের জগতে পরিচয় ও উদ্বুদ্ধ করতে এই আয়োজন করেছি।

শিক্ষার্থীদের ও শহরের অন্যান পাঠকদের কথা চিন্তা করে এবার বড় করে আয়োজন করেছি।আশা করি পাঠক ও ক্রেতাদের বড় সাড়া পাবো বলে আশা প্রকাশ করেন তিনি।

মেলা উদ্ধোধনের সময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক ড. মো. সুলতান উল ইসলাম, অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর, ছাত্র উপদেষ্টা এম. তারেক নূর, নবজাগরণ ফাউন্ডেশনের উপদেষ্টা পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. মনিমূল হক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সুলতান মাহমুদ, আইন বিভাগের সহকারি অধ্যাপক সাদিকুল ইসলাম।

আরো উপস্থিত ছিলেন নবজাগরণ ফাউন্ডেশনের বর্তমান সভাপতি মোঃ রাসেল সরকার, সাধারণ সম্পাদক নুর জাহান দোলন ,কমিটির অন্যান্য সদস্য এবং স্বেচ্ছাসেবকরা।

IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।