সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহী হাসপাতালের করোনা ইউনিটে ৫ জনের মৃত্যু

আপডেটঃ ৩:৪৫ অপরাহ্ণ | সেপ্টেম্বর ০৭, ২০২১

নিউজ ডেস্কঃ

গত ২৪ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ৫জন মারা গেছেন।এর মধ্যে করোনায় মারা গেছেন ১জন।অন্য ৪জনের মৃত্যু হয়েছে করোনার উপসর্গ নিয়ে।চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৯টা থেকে মঙ্গলবার সকাল ৯টার মধ্যে তারা মারা যান।রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ঘণ্টায় করোনা সংক্রমণে হাসপাতালে ১জন মারা গেছেন।সে চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা।এ ছাড়া করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ৪জন।এদের মধ্যে রাজশাহীর ২জন, চাঁপাইনবাবগঞ্জের ১জন এবং নওগাঁর ১জন রয়েছেন।তিনি জানান, গত ২৪ঘণ্টায় হাসপাতালের তিন নম্বর ওয়ার্ডে ২জন এবং নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ), ১৪ ও ২৯/৩০ নম্বর ওয়ার্ডে ১জন করে মারা গেছেন।পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আরোও জানান, মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ২৮৬শয্যার রামেক করোনা আইসোলেশন ইউনিটে রোগী ভর্তি ছিলেন ১৪০জন।

এক দিন আগেও এই সংখ্যা ছিল ১৩৩।বর্তমানে রাজশাহীর ৬৭জন, চাঁপাই-নবাবগঞ্জের ১৮জন, নাটোরের ১৮জন, নওগাঁর ৯জন, পাবনার ১৪জন, কুষ্টিয়ার ১০জন, চুয়াডাঙ্গার ২জন, জয়পুরহাটের ১জন এবং মেহেরপুরের ১জন হাসপাতালে ভর্তি রয়েছেন।সপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৫০জন।করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৫৮ জন।

করোনা ধরা পড়েনি ভর্তি ৩২ জনের।এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২২জন।এই এক দিনে হাসপাতাল ছেড়েছেন ১৬জন।এর আগে সোমবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে।এর মধ্যে করোনা ধরা পড়েছে ২৫ জনের নমুনায়।একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে আরও ৩৮২ জনের।

এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ২৩ জনের।পরীক্ষার অনুপাতে রাজশাহীর ১৩ দশমিক ২৫ শতাংশ, জয়পুরহাটের ৭ দশমিক ১ শতাংশ এবং চাঁপাইনবাবগঞ্জের ৩ দশমিক ২২ শতাংশ নমুনায় করোনা ধরা পড়েছে।

প্রসঙ্গত, চলতি সেপ্টেম্বরের এই সাত দিনে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ৫২জন।এর মধ্যে করোনায় ১৯জন, করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে ২৮জন এবং করোনা নেগেটিভ সত্তে ও অন্যান্য শারীরিক জটিলতায় মৃত্যু হয়েছে ৫ জনের।

IPCS News Report : Dhaka : বাবুল : রাজশাহী।