সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

“রাজশাহী সিটি নির্বাচন” প্রার্থীদের প্রতীক বরাদ্দ, ৯ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন পত্র প্রত্যাহার

আপডেটঃ ৫:৫০ অপরাহ্ণ | জুন ০৩, ২০২৩

নিউজ ডেস্কঃ

রাজশাহী:- রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে এছাড়া মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিনে ৯ জন্য কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।২ জুন শুক্রবার সকাল ১০ টার দিকে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়।সকাল ৯টা থেকেই প্রার্থীরা তাদের প্রস্তাবক ও সমর্থকদের নিয়ে শিল্পকলা একাডেমিতে আসতে শুরু করেন।প্রতীক বরাদ্দ দেয়ার আগেই মিলনায়তনের বাইরে ইভিএম মেশিনে ভোট দেয়ার প্রক্রিয়া দেখানো হয়।রাজশাহী সিটি করপোরেশন মেয়র পদে ৪ জন, সাধারণ কাউন্সিলর ১১২ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৪৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।কাঙ্খিত প্রতীক পেয়ে কর্মী সমর্থকদের নিয়ে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু করেন প্রার্থীরা।এদিকে আচরণ বিধি মেনে প্রার্থীদের প্রচার-প্রচারণা চালানোর নির্দেশনা দিয়েছেন রির্টানিং কর্মকর্তা।

মেয়র পদে দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় সাবেক মেয়র ও আওয়ামী লীগ প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন (নৌকা), জাতীয় পার্টির সাইফুল ইসলাম স্বপন (লাঙ্গল), জাকের পার্টির লতিফ আনোয়ার (গোলাপ ফুল) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মুরশিদ আলম ফারুকী (হাতপাখা) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

৯ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার:-রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) নির্বাচন থেকে নিজেদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন সাধারণ ওয়ার্ডের ৯ জন কাউন্সিলর প্রার্থী।তবে কোন মেয়র কিংবা সংরক্ষিত নারী আসনের প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি।বৃহস্পতিবার প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ছিল।

রাসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানান, নির্ধারিত সময়ের মধ্যে ৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী লালমন হোসেন, ১৫ নম্বরের ওমর ফারুক, ১৭ নম্বরের মো. মনিরুজ্জামান, ১৯ নম্বরের সিরাজুল ইসলাম, ২১ নম্বরের রায়হানুর রহমান, ২৪ নম্বরের আতিকুর রহমান, ২৬ নম্বরের সারোয়ার জাহান এবং ১১ নম্বরের হান্নান আলী ও মোয়াজ্জেম হোসেন প্রার্থীতা প্রত্যাহার করেছেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, নগরীর ৩০টি ওয়ার্ডে এখন মোট কাউন্সিলর প্রার্থী থাকলেন ১১২ জন।এরমধ্যে ২০ নম্বর ওয়ার্ডের প্রার্থী ও বর্তমান কাউন্সিলর রবিউল ইসলাম বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।এই নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাকের পার্টির চারজন মেয়র প্রার্থী আছেন।

এছাড়া ১০টি সংরক্ষিত আসনের জন্য ভোটের লড়াইয়ে নেমেছেন ৪৬ জন প্রার্থী।শুক্রবার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হবে।আগামী ২১ জুন ইভিএমে ভোট গ্রহণ করা হবে।

IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।