রাজশাহী মহা-নগরীর রাব্বি হত্যার মূল্য আসামি গ্রেফতার
আপডেটঃ ৫:১২ অপরাহ্ণ | মে ৩১, ২০২২
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজঃ রাজশাহী মহা-নগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকার হড়গ্রাম নতুন পাড়ার রাব্বি শেখ (২১) হত্যার ঘটনার মূল আসামিকে গ্রেফতার করেছে আরএমপি কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।এসময় ঘটনাস্থল হতে আসামির ফেলে যাওয়া সেন্ডেল উদ্ধার হয়।গ্রেফতারকৃত মো: ইমন আলী ফরহাদ (২০)।সে রাজশাহী মহা-নগরীর কাশিয়াডাঙ্গা থানার রায়পাড়া রেল লাইনের ধারের মো: ইব্রাহিমের ছেলে।ঘটনা সূ্ত্রে জানা যায়, আজ ৩১ মে ২০২২ (৩০ মে দিবাগত রাত) রাত্রী দেড় টায় রাজশাহী মহা-নগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম নতুন পাড়ার মো: কালু শেখের ছেলে রাব্বি শেখকে কে বা কাহারা তার বাড়িতে মারপিট করছে।এমন সংবাদের প্রেক্ষিতে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ জনাব এসএম মাসুদ পারভেজের নির্দেশে এসআই মো: মিজানুর রহমান ও তার টিম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখে, বাড়ির ভিতরে রক্তাক্ত অবস্থায় রাব্বি শেখের মৃত দেহ মাটিতে পরে আছে।
সেখানে উপস্থিত স্থানীয় লোকজনদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক তদন্তে জানতে পারে, মো: ইমন আলী ফরহাদ তার সহযোগিদের সহায়তায় পূর্ব শক্রতার জেরে রাব্বি শেখকে হত্যা করে।
পরবর্তীতে রাজশাহী মেট্রো-পলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মো: আবু কালাম সিদ্দিক মহোদয়ের নির্দেশে উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) জনাব বিভূতি ভুষণ বানার্জীর তত্ত্বাবধানে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) জনাব মো: শাখাওয়াত হোসেনের নেতৃত্বে অফিসার ইনচার্জ জনাব এসএম মাসুদ পারভেজ, এসআই মিজানুর রহমান ও তার টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রাত আড়াই টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা হতে আসামি মো: ইমন আলী ফরহাদকে রক্তাক্ত জখম অবস্থায় গ্রেফতার করেন।
সে বর্তমানে পুলিশ পাহাড়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৪নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছে।মৃত রাব্বি শেখের মৃত দেহের সুরুতহাল প্রস্তুত করে ময়না তদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।আসামি ইমনের দেওয়া তথ্যের ভিত্তিতে অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
IPCS News : Dhaka : আরএমপি নিউজঃ রাজশাহী।