সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহী মহানগরীর হেতেমখাঁ এলাকায় কিশোর সনি হত্যা মামলার আসামি গ্রেফতার

আপডেটঃ ৮:৪৩ অপরাহ্ণ | জুলাই ০৫, ২০২২

নিউজ ডেস্কঃ

আরএমপি নিউজঃ রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার হেতেমখাঁ এলাকায় কিশোর সনি হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে আরএমপি’র বোয়ালিয়া মডেল থানা পুলিশ।গ্রেফতারকৃত মো: আনিম ওরফে আনিন ইসলাম (২২), সে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার মিরের চক সাধুর মোড়ের মো: আকবর আলীর ছেলে। বর্তমানে সে বালিয়া পুকুরের বাসিন্দা।ঘটনা সূত্রে জানা যায়, নগরীর দড়ি খরবোনার রফিকুল ইসলাম পাখির ছেলে সনি (১৭) গত ৩ জুলাই ২০২২ সন্ধ্যায় তার বন্ধুর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছিলো।বাড়ি ফেরার পথে রাত পৌনে ৯ টায় ৪ জন আসামি সনিকে কৌশলে হেতেমখাঁ সাহাজী পাড়া কফিল উদ্দিন জামে মসজিদের পাশে নিয়ে যায়।সেখানে পূর্ব থেকেই আরো ১৪-১৫ জন আসামি উপস্থিত ছিলো।

সনি সেখানে পৌছা মাত্রই আসামিরা অতর্কিতভাবে তাকে চাকু, চাপ্পড়, লোহার হাতুড়, চাইনিজ কুড়াল ও ধারালো অস্ত্র দ্বারা শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুত্বর জখম করে।পরবর্তীতে স্থানীয় লোকজন সনিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।মৃত সনির বাবা রফিকুল ইসলাম পাখির এমন অভিযোগে পরিপ্রেক্ষিতে বোয়ালিয়া মডেল থানায় একটি হত্যা মামলা রুজু হয়।

মামলা রুজু পরবর্তীতে আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার জনাব মো: আবু কালাম সিদ্দিক মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় ও উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) জনাব মো: সাজিদ হোসেনের তত্ত্বাবধানে বোয়ালিয়া মডেল থানা পুলিশের একটি টিম আসামিদের অবস্থান সনাক্তপূর্বক গ্রেফতারে অভিযান শুরু করেন।

পরবর্তীতে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মো: মাজহারুল ইসলামের নেতৃত্বে এসআই মো: মোতালেব হোসেন ও তার টিম আজ ৫ জুলাই ২০২২ রাত ১ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বালিয়া পুকুর ভাড়া বাড়ি হতে আসামি আনিমকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।   

IPCS News : Dhaka : আরএমপি নিউজঃ রাজশাহী।