সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহী মহানগরীতে ২ কেজি গাঁজা উদ্ধার; গ্রেফতার ১

আপডেটঃ ১০:০৪ অপরাহ্ণ | আগস্ট ২৭, ২০২২

নিউজ ডেস্কঃ

আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীতে ২ কেজি গাঁজা-সহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।গ্রেফতারকৃত মো: সোহাগ হোসেন (৩২)। সে নওগাঁ জেলার মান্দা থানার চৌজা উত্তরপাড়ার মো: নজরুল ইসলামের ছেলেঘটনা সূত্রে জানা যায়, আজ ২৭ আগস্ট, ২০২২ বেলা সাড়ে ১১ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মো: আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মীর্জা মো: আব্দুস ছালাম, এসআই মো: মাহফুজুর রহমান ও তার টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করছিলো।এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, পবা থানার শাহপাড়া এলাকায় এক ব্যক্তি গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম বেলা পৌনে ১২ টায় পবা থানার শাহপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামি সোহাগকে গ্রেফতার করে।এসময় তার কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার হয়।গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।