মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহী মহানগরীতে নাশকতা মামলার আসামী ও শিবিরের ৩ সক্রিয় সদস্য আটক

আপডেটঃ ৭:১৮ অপরাহ্ণ | সেপ্টেম্বর ০৯, ২০২১

নিউজ ডেস্কঃ

আরএমপি নিউজঃ রাজশাহী মহানগরীতে বোয়ালিয়া মডেল থানার নাশকতা মামলার আসামী শিবিরের ৩ সক্রিয় সদস্যকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।গ্রেফতারকৃত হলো রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বিলসিমলা বন্ধগেট এলাকার মোঃ আঃ রউফের ছেলের চাঁন সওদাগর (৩০),কাটাখালী থানার কাপাসিয়া মৃধাপাড়ার মোঃ আকরাম আলীর ছেলে মোঃ শাকিল আহম্মেদ  আরিফ (৩০) ও মতিহার থানার মির্জাপুর গ্রামের মোঃ সাদেক আলীর ছেলে মোঃ সবুজ আলী (২৮)।রাজশাহী মহানগর এলাকাকে অপরাধ মুক্ত ও সকল প্রকার নাশকতা মূলক কর্মকান্ড এবং সরকার বিরোধী অপপ্রচার নির্মূল করার লক্ষ্যে রাজশাহী মহানগর পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয়ের নির্দেশে অভিযান অব্যাহত রেখেছে আরএমপি।

এরই ধারাবাহিকতায় আজ ৮ সেপ্টেম্বর ২০২১ দিবাগত) রাত্রী ১১.০০ টায় হতে ভোর ৫.০০ টা পর্যন্ত রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ আরেফিন জুয়েল এর সার্বিক তত্ত্বাবধায়নে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব মোঃ আব্দুল্লাহ আল মাসুদ এ নেতৃত্বে মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মহানরগীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বোয়ালিয়া মডেল থানার নাশকতা মামলার তদন্তে প্রাপ্ত সন্ধিগ্ধ আসামী চাঁন সওদাগর, মোঃ শাকিল আহম্মেদ  আরিফ ও মোঃ সবুজ আলীকে আটক করে।ৎ

জিজ্ঞাসাবাদে আটককৃত আসামীরা স্বীকার করে, তারা শিবিরের সক্রিয় সদস্য।গ্রেফতারকৃত আসামীরা ও তাদের সহযোগীরা বিভিন্ন মাধ্যমে সরকার বিরোধী অপপ্রচার ও নাশকতার উদ্দেশে বিভিন্ন জায়গায় গোপন বৈঠক করে এবং তাদের সংগঠন শহরের বিভিন্ন স্থানে বিভিন্ন নাশকতামূলক কর্মকান্ডের পরিকল্পনা করে থাকে।গ্রেফতারকৃত আসামীকে বোয়ালিয়া মডেল থানায় হস্তান্তরপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

IPCS News Report : Dhaka :আরএমপি নিউজঃ রাজশাহী।