সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহী মহানগরীতে চোরাই গরু উদ্ধার; গ্রেফতার ২

আপডেটঃ ১২:১৩ অপরাহ্ণ | ডিসেম্বর ১৭, ২০২৩

নিউজ ডেস্কঃ

আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীর মতিহার থানার ডাঁশমারী মধ্যপাড়া এলাকা হতে আরএমপি ডিবি পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে চোরাই দুইটি গরুসহ দুই চোরকে গ্রেফতার করেছে কাটাখালী থানা পুলিশ।গ্রেফতারকৃত আসামিরা হলেন, মো: মনিরুল (৩২) ও খাদেমুল ইসলাম পালা (৪২)।মনিরুল রাজশাহী মহানগরীর মতিহার থানার ডাঁশমারীর মো: মাসুদ রানার ছেলে ও খাদেমুল ইসলাম পালা একই এলাকার মৃত মুক্তারের ছেলে।ঘটনা সূত্রে জানা যায়, গত ১৪ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ রাত ১০ টায় রাজশাহী মহানগরীর কাটাখালী থানার হরিয়ান মৃধপাড়ার মো: মিনজারুল ইসলাম একটি ষাঁড় ও একটি বকনা গরুকে খাবার খাইয়ে তার গোয়াল ঘরে বেঁধে রাখে।

পরে দিন ১৫ ডিসেম্বর ভোর সাড়ে ৫ টায় ঘুম থেকে উঠে দেখে যে, তাঁর বাড়ির মেইন গেট ভাঙ্গা এবং গোয়াল ঘরে ষাঁড় ও বকানা গরু দুইটি নাই।পরবর্তীতে তিনিসহ তাঁর পরিবারের লোকজন আশেপাশের বিভিন্ন জায়গায় গরু দুইটি খোঁজাখুঁজি করেন।খোঁজাখুঁজি করে না পেয়ে কাটাখালী থানায় এজাহার দায়ের করলে একটি চুরির মামলা রুজু হয়।

মামলা রুজু পরবর্তীতে উপ-পুলিশ কমিশনার (মতিহার) মধুসুদন রায়ের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: একরামুল হক, পিপিএম-এর দিকনির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার মো: আবুল কালাম আজাদের নেতৃত্বে কাটাখালী থানার অফিসার ইনচার্জ মো: তৌহিদুর রহমান, এসআই সুমন কুমার সাহা ও তাঁর টিম চোরাই গরু উদ্ধারসহ আসামি গ্রেফতারে অভিযান শুরু করেন।

IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।