রাজশাহী মহানগরীতে চুরি যাওয়া সেলাইমেশিন উদ্ধার; দুই চোর গ্রেফতার
আপডেটঃ ৬:৪৪ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১৬, ২০২১
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজঃ রাজশাহী মহানগরীতে পুলিশের বিশেষ অভিযানে চুরি যাওয়া সেলাইমেশিন উদ্ধার এবং দুই চোরকে গ্রেফতার করেছে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।গ্রেফতারকৃত আসামী হলো রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার মোল্লাপাড়া আশ্রয়ণ প্রকল্পের মোঃ সারোয়ার হোসেনের ছেলে মোঃ সবুজ (২৩) ও মোঃ মনিরুল ইসলাম রিপনের ছেলে মোঃ পারভেজ (২৪)।ঘটনাসূত্রে জানা যায়, মোঃ মাসুম (৩৮) তার নিজ বাড়িতে কাজের জন্য একটি সেলাই মেশিন রেখেছিলো।গত ১৪ সেপ্টেম্বর ২০২১ সে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেড় হয়ে যায়।এদিকে তার স্ত্রীও বিকেল ৪ টায় বাড়ি থেকে বেড় হয়ে যায়।এরপর সে বিকেল ৫ টায় বাড়িতে ফিরে এসে দেখে সেলাই মেশিনটি চুরি হয়েছে।পরবর্তীতে মাসুম কাশিয়াডাঙ্গায় থানায় এসে একটি চুরির মামলা দায়ের করে।
মামলা রুজুর পরপরই অফিসার ইনচার্জ জনাব মোঃ এম এ মাসুদ পারভেজ কাশিয়াডাঙ্গা থানার তত্ত্বাবধানে এসআই মোঃ সিরাজুল ইসলাম ও তার টিম নেতৃত্বে চুরি যাওয়া সেলাই মেশিন উদ্ধার এবং অজ্ঞাতনামা চোরকে গ্রেফতার অভিযানে নামে।
অবশেষে গতকাল ১৫ সেপ্টেম্বর ২০২১ এস আই মোঃ সিরাজুল ইসলাম ও তার টিম গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম পীর সাহেবপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ সবুজ ও মোঃ পারভেজকে গ্রেফতার করে এবং তাদের কাছ থেকে চুরি যাওয়া সেলাই মেশিন উদ্ধার করনে।
গ্রেফতারকৃত আসামীর বিরূদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ কারা হয়েছে।
IPCS News Report : Dhaka : আরএমপি নিউজঃ রাজশাহী।